আমার
মনে
অনেক
প্রশ্ন,
অনেক
প্রশ্ন,
তাই
মাঝে
মাঝে
ভাবি,
আমি
কেন
কম
জানি?
কম
জানি
বলে
অনেক
কিছু
নিয়ে
মনে
প্রশ্ন
জাগে,
উত্তর
পাই
না।
আজ
মঙ্গলবার
প্রথম
আলোর
২৭তম
বর্ষপূর্তি
উপলক্ষে
আয়োজিত
অনুষ্ঠানে
অংশ
নিয়ে
লিখিত
বক্তব্যে
অভিনেতা
আফজাল
হোসেন
এ
কথা
বলেন।
এ
বছর
‘সত্যই
সাহস’
স্লোগান
সামনে
রেখে
নানা
আয়োজনে
দিনটি
পালন
করছে
প্রথম
আলো।
প্রথম
আলোর
অনুষ্ঠানে
অতিথি
হিসেবে
যোগ
দেন
আফজাল
হোসেন।
তিনি
প্রথম
আলো
পরিবারের
সদস্যদের
শুভেচ্ছা
জানিয়ে
বক্তব্য
দেন।
তাঁর
বক্তব্য
নিচে
তুলে
ধরা
হলো—
এডমিন 











