সেটি
বোঝা
গেল
গতকাল
ওভালে
ভারতীয়
দলের
প্রথম
অনুশীলন
সেশনেও।
ম্যাচের
দুই
দিন
আগে
প্রথম
সেশনের
অনুশীলনে
বাড়তি
কিছু
করার
তাগিদই
যেন
ছিল
তাদের।
ভারতের
সংবাদমাধ্যম
ইন্ডিয়ান
এক্সপ্রেসের
খবর
অনুযায়ী,
অনুশীলন
করতে
গিয়ে
দলের
কোচ
গৌতম
গম্ভীর
খেলোয়াড়দের
নিয়ে
ঢুকে
পড়েছিলেন
প্লেয়িং
এরিয়ায়।
এটা
পছন্দ
হয়নি
ওভালের
কিউরেটর
লি
ফোর্টিসের।
তিনি
গম্ভীরকে
ডেকে
কিছু
বলেছিলেন।
কিন্তু
কিউরেটরের
কথা
পছন্দ
হয়নি
গম্ভীরের।
তিনি
হঠাৎ
করেই
রাগত
ভঙ্গিতে
আঙুল
উঁচিয়ে
কথা
বলতে
থাকেন।
পত্রিকাটি
লিখেছে
ফর্টিসের
দিকে
আঙুল
উঁচিয়ে
গম্ভীরকে
বলতে
শোনা
যায়,
‘আমাদের
কী
করতে
হবে,
সেটা
তোমার
বলার
প্রয়োজন
নেই।’
গম্ভীরকে
এভাবেই
উদ্ধৃত
করেছে
ভারতের
আরেক
সংবাদমাধ্যম
টাইমস
অব
ইন্ডিয়া।
তবে
দুজনের
বচসার
কারণ
হিসেবে
তারা
উল্লেখ
করেছে
অন্য
একটি
বিষয়।
টাইমস
অব
ইন্ডিয়ার
খবর
অনুযায়ী,
ওভালে
গম্ভীর
তাঁর
ব্যাটসম্যানদের
নেট
অনুশীলন
খুব
মনোযোগ
দিয়ে
পর্যবেক্ষণ
করছিলেন।
সে
সময়
বারবারই
গম্ভীরকে
কিছু
বলছিলেন
সারে
কাউন্টির
কিউরেটর
ফোর্টিস।
ধারণা
করা
হচ্ছে,
গম্ভীরকে
তিনি
কোনো
পরামর্শ
দিচ্ছিলেন,
সেটা
ভালোভাবে
নেননি
ভারতের
কোচ।
গম্ভীরের
হঠাৎ
রেগে
যাওয়া
মানতে
পারেননি
ফোর্টিসও।
তিনি
গম্ভীরের
আচরণ
নিয়ে
লিখিত
অভিযোগ
দেওয়ার
হুমকি
দিয়েছেন।
সেই
হুমকিতে
দমে
না
গিয়ে
গম্ভীর
পাল্টা
উত্তর
দেন,
‘এসব
বন্ধ
করো।
আমাদের
বলতে
হবে
না
যে
আমরা
কী
করব।
ভারতের
কোনো
খেলোয়াড়কে
তোমার
এটা
বলার
কোনো
অধিকার
নেই
যে
তারা
কী
করবে।
তুমি
তো
শুধু
একজন
মাঠকর্মী।
এর
বাইরে
আর
কিছু
নও।
যাও,
তুমি
যার
কাছে
খুশি
গিয়ে
অভিযোগ
করতে
পারো।
তুমি
বলতে
এসো
না
যে
আমাদের
কী
করতে
হবে।’