উডি
অ্যালেন
আরও
বলেন,
‘ট্রাম্প
খুব
ভদ্র
ছিলেন,
শুটিংয়ে
নির্দিষ্ট
জায়গায়
ঠিকভাবে
দাঁড়াতেন।
সবকিছু
ঠিকঠাক
করতেন
এবং
শোবিজনেসের
প্রতি
তাঁর
স্বাভাবিক
একধরনের
ঝোঁক
ছিল।’
মার্কিন
এই
চলচ্চিত্র
নির্মাতা
বলেন,
‘আমি
এখনো
তাঁকে
পরিচালনা
করতে
পারতাম।
যদি
তিনি
আমাকে
অনুমতি
দেন,
তাহলে
প্রেসিডেন্ট
হয়েও
আমি
তাঁকে
পরিচালনা
করে
চমৎকার
কিছু
করতে
পারব
বলে
মনে
করি।’
অ্যালেন
পরিচালিত
সেলিব্রিটি
চলচ্চিত্রে
লিওনার্দো
ডিক্যাপ্রিও
প্রধান
চরিত্রে
অভিনয়
করেছেন।
সেখানে
ট্রাম্পের
একটি
সংক্ষিপ্ত
দৃশ্য
রয়েছে।
সেখানে
তাঁকে
আসন্ন
প্রকল্প
নিয়ে
এক
টিভি
প্রতিবেদকের
সঙ্গে
কথা
বলতে
দেখা
যায়।
ওই
দৃশ্যে
প্রতিবেদকের
প্রশ্নের
জবাবে
ট্রাম্প
বলেন,
তিনি
সেন্ট
প্যাট্রিক
ক্যাথেড্রাল
কিনতে
যাচ্ছেন।
হয়তো
তা
ভেঙে
ফেলে
সেখানে
একটি
খুব,
খুব
উঁচু
এবং
সুন্দর
ভবন
তৈরি
করবেন
তিনি।
এডমিন 














