জগন্নাথ
বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয়
ছাত্র
সংসদ
(জকসু)
নির্বাচনে
ছাত্রদল
ও
ছাত্রশিবির–সমর্থিত
প্যানেলের
বিরুদ্ধে
আচরণবিধি
লঙ্ঘনের
অভিযোগ
তুলেছে
বামপন্থী
ছাত্রসংগঠনগুলোর
সমর্থিত
প্যানেল
‘মাওলানা
ভাসানী
ব্রিগেড’।
এ
ছাড়া
শিক্ষকদের
আচরণবিধি
লঙ্ঘনের
প্রতিবাদ,
পূর্বঘোষিত
তারিখ
২২
ডিসেম্বরেই
নির্বাচন
আয়োজন,
ক্যাম্পাসের
ঝুঁকিপূর্ণ
ভবনগুলোর
সংস্কার
এবং
পক্ষপাতমুক্ত
নির্বাচন
নিশ্চিত
করার
দাবি
জানিয়েছে
প্যানেলটি।
সোমবার
বিশ্ববিদ্যালয়ের
ভাষাশহীদ
রফিক
ভবনের
সামনে
আয়োজিত
সংবাদ
সম্মেলনে
গণমাধ্যমের
সামনে
এসব
দাবি
তুলে
ধরেন
প্যানেলের
প্রার্থীরা।
এ
সময়
তাঁরা
জানান,
জকসু
নির্বাচন,
প্রার্থীদের
আচরণবিধি
লঙ্ঘন,
ভূমিকম্প
ও
দুর্যোগকালীন
ছুটি,
শিক্ষার্থীদের
নিরাপত্তা—এমন
প্রতিটি
বিষয়ই
আজ
আলোচনার
দাবি
রাখে।
গত
২১
নভেম্বর
বাংলাদেশের
মানুষ
একটি
বিপজ্জনক
ভূমিকম্প
অনুভব
করেন।
প্রশাসনের
উচিত
ছিল
নিরাপত্তাবিধানে
ক্যাম্পাসে
যেসব
ভবন
ঝুঁকিপূর্ণ,
সেসব
ভবনকে
ভূমিকম্প–সহনশীল
করতে
সংস্কার
করা
এবং
প্রয়োজনীয়
উদ্ধার
কার্যক্রম
চালু
করে
আবার
একাডেমিক
কার্যক্রম
চালু
করা।
এ
ক্ষেত্রে
প্রশাসন
তার
চরম
অযোগ্যতা
ও
দায়িত্বহীনতার
পরিচয়
রেখেছে।
এডমিন 




