কাতারে
অবস্থানরত
হামাস
নেতাদের
লক্ষ্য
করে
চালানো
ইসরায়েলি
হামলার
তীব্র
নিন্দা
জানিয়েছে
জাপান।
দেশটির
পররাষ্ট্রমন্ত্রী
ইওয়াইয়া
তাকেশি
বলেছেন,
মধ্যপ্রাচ্যে
শান্তি
ও
স্থিতিশীলতা
তাদের
জন্য
অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
জাপানের
পররাষ্ট্রমন্ত্রী
তাকেশি
ইওয়াইয়া
বুধবার
এক
বিবৃতিতে
এসব
কথা
বলেন।
বিবৃতিতে
বলা
হয়,
এ
মুহূর্তে
জরুরি
অগ্রাধিকার
হওয়া
উচিত
গাজায়
যুদ্ধবিরতির
বাস্তবায়ন
ও
জিম্মিদের
মুক্তি।
কাতারসহ
সংশ্লিষ্ট
দেশগুলো
যখন
এ
বিষয়ে
গুরুত্বপূর্ণ
কূটনৈতিক
প্রচেষ্টা
চালাচ্ছে,
ঠিক
তখনই
দোহায়
ইসরায়েলের
এ
ধরনের
হামলার
তীব্র
নিন্দা
জানায়
জাপান।
এডমিন 










