এ
বিষয়ে
জেলা
জাতীয়
পার্টির
আহ্বায়ক
তোফাজ্জল
হোসেন
বলেন,
‘আমরা
আগে
থেকেই
শুনতে
পাচ্ছিলাম,
আমাদের
পার্টি
অফিসে
হামলা
হতে
পারে।
এ
জন্য
বিজয়
দিবস
উপলক্ষে
পূর্বঘোষিত
আলোচনা
সভা
আমরা
স্থগিত
করি।
আজকে
আমাদের
পার্টি
অফিস
কিংবা
আমার
অফিসে
কোনো
মিটিং
ছিল
না।
আজ
বেলা
১১টার
দিকে
কিছু
কলেজছাত্র
এসে
আমার
অফিসে
প্রবেশ
করে
সেখানে
থাকা
এরশাদ
স্যারের
ছবি,
দলীয়
প্রতীক
লাঙ্গল
বের
করে
ভাঙচুর
ও
অগ্নিসংযোগ
করেছে।
আর
তেমন
কোনো
ক্ষতি
করেনি।’
এ
বিষয়ে
জানতে
চাইলে
বেলা
সাড়ে
তিনটার
দিকে
নওগাঁ
সদর
থানার
ভারপ্রাপ্ত
কর্মকর্তা
নিয়ামুল
হক
বলেন,
এমন
খবর
তাঁর
জানা
নেই।
এ
বিষয়ে
থানাতে
এখন
পর্যন্ত
কোনো
অভিযোগ
হয়নি।
অভিযোগ
পেলে
বিষয়টি
তদন্ত
করে
প্রয়োজনীয়
আইনি
ব্যবস্থা
নেওয়া
হবে।
এডমিন 













