হাইকোর্টের
আদেশ
স্থগিত
চেয়ে
রাষ্ট্রপক্ষ
আপিল
বিভাগে
আবেদন
করে।
আজ
আবেদনটি
শুনানির
জন্য
আপিল
বিভাগের
চেম্বার
আদালতের
কার্যতালিকায়
১৬
নম্বর
ক্রমিকে
ওঠে।
আদালতে
রাষ্ট্রপক্ষে
অ্যাটর্নি
জেনারেল
মো.
আসাদুজ্জামান
ও
অতিরিক্ত
অ্যাটর্নি
জেনারেল
মোহাম্মদ
আরশাদুর
রউফ
শুনানিতে
ছিলেন।
রিট
আবেদনকারীর
পক্ষে
আইনজীবী
জ্যোতির্ময়
বড়ুয়া
শুনানি
করেন,
সঙ্গে
ছিলেন
আইনজীবী
রিপন
কুমার
বড়ুয়া।
পরে
আইনজীবী
জ্যোতির্ময়
বড়ুয়া
প্রথম
আলোকে
বলেন,
হাইকোর্ট
নির্মাণ
কার্যক্রমে
স্থিতাবস্থা
বজায়
রাখতে
আদেশ
দিয়েছিলেন।
যে
অবস্থায়
আছে,
সে
অবস্থায়
থাকবে,
অর্থাৎ
নির্মাণকাজ
চলবে
না।
হাইকোর্টের
আদেশ
স্থগিত
চেয়ে
রাষ্ট্রপক্ষ
আবেদন
করে।
স্থগিতাদেশ
দেননি
আদালত।
এতে
করে
হাইকোর্টের
আদেশ
বহাল
আছে।
হাইকোর্টের
প্রত্যায়িত
আদেশ
ইতিমধ্যে
হাতে
এসেছে।
রাষ্ট্রপক্ষকে
নিয়মিত
লিভ
টু
আপিল
দায়ের
করতে
নির্দেশ
দেওয়া
হয়েছে।
এ
বিষয়ে
অতিরিক্ত
অ্যাটর্নি
জেনারেল
মোহাম্মদ
আরশাদুর
রউফ
প্রথম
আলোকে
বলেন,
হাইকোর্টের
আদেশ
স্থগিত
চেয়ে
আবেদনটি
করা
হয়েছিল।
যেহেতু
হাইকোর্টের
আদেশের
প্রত্যায়িত
অনুলিপি
ইতিমধ্যে
বেরিয়েছে,
তাই
নিয়মিত
লিভ
টু
আপিল
দায়ের
করতে
বলা
হয়েছে।
আগামী
সপ্তাহে
শুনানি
হতে
পারে।
এডমিন 










