বাগেরহাটে
বিএনপি
নেতা
ও
সাংবাদিক
এ
এস
এম
হায়াত
উদ্দিন
হত্যা
মামলায়
গ্রেপ্তার
দুই
তরুণ
আদালতে
১৬৪
ধারায়
স্বীকারোক্তিমূলক
জবানবন্দি
দিয়েছেন।
গতকাল
সোমবার
বিকেলে
কঠোর
গোপনীয়তার
মধ্য
দিয়ে
বাগেরহাটের
অতিরিক্ত
চিফ
জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট
হারুন
অর
রশিদের
আদালতে
তাঁরা
জবানবন্দি
দেন।
বাগেরহাট
জেলা
ও
দায়রা
জজ
আদালতের
রাষ্ট্রপক্ষের
কৌঁসুলি
(পিপি)
এস
এম
মাহবুব
মোর্শেদ
বিষয়টি
প্রথম
আলোকে
নিশ্চিত
করেছেন।
পুলিশ
জানিয়েছে,
হায়াত
উদ্দিন
সামাজিক
যোগাযোগমাধ্যম
ফেসবুকে
বিভিন্ন
বিষয়
নিয়ে
নিয়মিত
লেখালেখি
করায়
স্থানীয়
কয়েকজনের
সঙ্গে
তাঁর
বিরোধ
তৈরি
হয়।
সেই
বিরোধের
জেরে
পূর্বপরিকল্পিতভাবে
তাঁকে
হত্যা
করা
হয়।
গ্রেপ্তার
দুই
তরুণ
হত্যাকাণ্ডে
জড়িত
থাকার
কথা
স্বীকার
করে
আদালতে
জবানবন্দি
দিয়েছেন।
তবে
কাদের
সঙ্গে
বিরোধ
ছিল,
তদন্তের
স্বার্থে
পুলিশ
সেটা
জানাতে
চায়নি।
এডমিন 









