ইরান
থেকে
বিতাড়িত
আফগানদের
বহনকারী
একটি
বাস
আফগানিস্তানের
পশ্চিমাঞ্চলের
হেরাত
প্রদেশে
দুর্ঘটনার
কবলে
পড়েছে।
এতে
নিহত
হয়েছেন
অন্তত
৭১
জন।
এর
মধ্যে
১৭
শিশুও
রয়েছে।
প্রাদেশিক
সরকারের
মুখপাত্র
আহমাদুল্লাহ
মুত্তাকি
এবং
স্থানীয়
পুলিশ
সূত্রে
জানা
যায়,
ইরান
থেকে
আসা
আফগানদের
বহনকারী
বাসটির
একটি
ট্রাক
ও
মোটরসাইকেলের
সঙ্গে
সংঘর্ষ
হয়।
এ
সময়
বাসটিতে
আগুন
ধরে
যায়।
হেরাত
প্রদেশের
পুলিশ
জানায়,
গতকাল
মঙ্গলবার
এ
দুর্ঘটনা
ঘটে।
‘অতিরিক্ত
গতি
ও
চালকের
অসাবধানতার’
কারণে
দুর্ঘটনাটি
ঘটে।