এদিকে
সামাজিক
যোগাযোগমাধ্যম
ফেসবুকে
পোস্ট
করা
এক
বিবৃতিতে
কানাডিয়ান
ইউনিয়ন
অব
পাবলিক
এমপ্লয়িজ
(সিইউপিই)
বলেছে,
টরন্টোয়
দেশের
সবচেয়ে
বড়
বিমানসেবা
প্রতিষ্ঠান
এয়ার
কানাডার
সঙ্গে
উইলিয়াম
কাপলানের
মধ্যস্ততায়
বৈঠক
হয়েছে।
বলা
হয়েছে,
আলোচনা
কেবল
শুরু
হয়েছে।
তাই
ধর্মঘট
প্রত্যাহার
হয়নি।
ধর্মঘট
শুরুর
আগে
দুই
পক্ষের
মধ্যে
কোনো
যোগাযোগই
হয়নি।
আলোচনার
বিষয়ে
জানাশোনা
রয়েছে
এমন
একটি
সূত্র
জানান,
কেবিন
ক্রুদের
কাজে
ফিরে
আসার
শর্তে
আনুষ্ঠানিক
মধ্যস্থতার
বিষয়ে
এখন
আলোচনা
চলছে।
কানাডার
কর্মসংস্থানবিষয়ক
মন্ত্রী
প্যাটি
হাজডু
দুপক্ষকে
আলোচনায়
বসাতে
এবং
এয়ার
কানাডার
কর্মীদের
জন্য
দ্রুত
একটি
সমন্বিত
চুক্তি
করার
ওপর
গুরুত্ব
দিয়েছেন।
এয়ার
কানাডার
সিইও
মাইক
রুশো
গত
সোমবার
ধর্মঘটরত
কেবিন
ক্রুদের
জন্য
প্রতিষ্ঠানটির
দেওয়া
৩৮
শতাংশ
বেতন
বৃদ্ধির
প্রস্তাবের
পক্ষে
অবস্থান
নেন।
যদিও
তিনি
এটাও
বলেন,
ইউনিয়নের
দাবির
সঙ্গে
এয়ার
কানাডার
প্রস্তাবের
মধ্যে
এখনও
বড়
ফারাক
রয়ে
গেছে।
এ
সময়
আলোচনার
বিষয়ে
কোনো
পথ
দেখাননি
তিনি।