চারপাশে
ঘন
কুয়াশা।
মাঝবরাবর
যে
রাস্তাটি
চলে
গেছে,
তাতে
ধ্বংসাবশেষের
ছড়াছড়ি।
এর
মধ্য
দিয়েই
মোটরসাইকেলে
করে
এগিয়ে
চলেছেন
রাশিয়ার
সেনারা।
মোটরসাইকেলগুলোর
সঙ্গে
রয়েছে
ভাঙাচোরা
গাড়ি।
কোনোটির
দরজা
নেই,
কোনোটির
জানালা।
সেগুলোতেও
বসে
আছেন
সেনারা।
কারও
জায়গা
হয়েছে
আবার
গাড়ির
ছাদে।
পাশেই
রাখা
একটি
ড্রোন।
রাশিয়ার
ওই
সেনারা
এগিয়ে
যাচ্ছিলেন
ইউক্রেনের
পূর্বাঞ্চলে
পোকরোভস্ক
ও
কুপিয়ানস্ক
শহরের
গভীরের
দিকে।
মঙ্গলবার
এমনই
একটি
ভিডিও
প্রকাশ
করেছেন
যুদ্ধ
নিয়ে
কাজ
করা
রুশ
ব্লগাররা।
বার্তা
আদান–প্রদানের
অ্যাপ
টেলিগ্রামের
অনেক
ব্যবহারকারী
বলছেন,
ভিডিওটি
দেখে
তাদের
মনে
হয়েছে,
এটি
যেন
১৯৭৯
সালের
অ্যাকশনধর্মী
হলিউড
চলচ্চিত্র
‘ম্যাড
ম্যাক্স’–এর
একটি
চিত্র।
এডমিন 














