পুরান
ঢাকায়
প্রকাশ্যে
গুলি
করে
‘শীর্ষ
সন্ত্রাসী’
তারিক
সাইফ
মামুন
হত্যাকাণ্ডে
জড়িত
অভিযোগে
পাঁচজনকে
আটক
করেছে
পুলিশ।
তাঁদের
মধ্যে
মামুনকে
গুলি
করা
দুই
‘শুটার’
রয়েছেন
বলে
পুলিশ
জানিয়েছে।
মঙ্গলবার
রাজধানীসহ
দেশের
বিভিন্ন
স্থানে
অভিযান
চালিয়ে
তাঁদের
আটক
করা
হয়
বলে
ঢাকা
মহানগর
গোয়েন্দা
পুলিশের
(ডিবি)
যুগ্ম
কমিশনার
নাসিরুল
ইসলাম
জানিয়েছেন।
তিনি
রাতে
প্রথম
আলোকে
বলেন,
এ
সময়
হত্যাকাণ্ডে
ব্যবহৃত
দুটি
পিস্তল
ও
কয়েকটি
গুলি
উদ্ধার
করা
হয়েছে।
আটকদের
মধ্যে
ফারুক
ওরফে
কুত্তা
ফারুক
ও
রবিন
১০টি
গুলি
চালিয়ে
মামুনকে
হত্যা
করেছেন।
তদন্তসংশ্লিষ্ট
সূত্র
বলছে,
ঘটনাস্থলের
সিসিটিভি
ক্যামেরার
ফুটেজ
বিশ্লেষণ
এবং
তদন্তে
প্রাপ্ত
তথ্যে
এই
হত্যাকাণ্ডে
প্রত্যক্ষ
ও
পরোক্ষভাবে
জড়িত
সন্ত্রাসীদের
কয়েকজনকে
প্রাথমিকভাবে
চিহ্নিত
করা
হয়।
তাঁদের
মধ্যে
রনি
ওরফে
ভাইগ্না
রনি,
ফারুক
ওরফে
কুত্তা
ফারুক,
কামাল,
জসিম,
ইসহাক,
রয়েল,
ইব্রাহীম
ও
রুবেল
অন্যতম।
এঁদের
কেউ
সরাসরি
গুলি
করেছেন,
আবার
কেউ
সহযোগী
হিসেবে
ছিলেন।
এডমিন 










