অপর
দিকে
জবানবন্দিতে
এএসআই
আবদুল্লাহ
আল
নাছির
বলেন,
গত
বছরের
১৬
জুলাই
তিনি
দেখতে
পান,
তৎকালীন
এসি
আরিফুজ্জামান
ও
তৎকালীন
ওসি
রবিউল
ইসলামের
তত্ত্বাবধানে
ও
নির্দেশে
আমির
হোসেন
ও
সুজন
চন্দ্র
রায়
রোকেয়া
বিশ্ববিদ্যালয়ের
এক
নম্বর
ফটকের
সামনে
দুই
হাত
প্রসারিত
করে
দাঁড়িয়ে
থাকা
এক
ছাত্রের
দিকে
শটগানের
গুলি
ছোড়েন।
সেই
ছাত্র
গুলিবিদ্ধ
হয়ে
রাস্তার
ওপর
পড়ে
যান।
আবু
সাঈদ
হত্যা
মামলায়
বেগম
রোকেয়া
বিশ্ববিদ্যালয়ের
সাবেক
উপাচার্য
মো.
হাসিবুর
রশীদসহ
৩০
জনকে
আসামি
করা
হয়েছে।
এর
মধ্যে
ছয়
আসামি
কারাগারে
আছেন।
তাঁরা
হলেন
বিশ্ববিদ্যালয়টির
সাবেক
প্রক্টর
শরিফুল
ইসলাম,
সাবেক
সহকারী
রেজিস্ট্রার
রাফিউল
হাসান,
সাবেক
কর্মচারী
আনোয়ার
পারভেজ,
পুলিশের
সাবেক
সহকারী
উপপরিদর্শক
আমির
হোসেন,
সাবেক
কনস্টেবল
সুজন
চন্দ্র
রায়
এবং
নিষিদ্ধ
সংগঠন
ছাত্রলীগের
নেতা
ইমরান
চৌধুরী
ওরফে
আকাশ।
গতকাল
তাঁদের
ট্রাইব্যুনালে
হাজির
করা
হয়।
বিচারপতি
নজরুল
ইসলাম
চৌধুরীর
নেতৃত্বাধীন
তিন
সদস্যের
আন্তর্জাতিক
অপরাধ
ট্রাইব্যুনাল-২-এ
এই
মামলার
বিচার
চলছে।
ট্রাইব্যুনালের
অপর
দুই
সদস্য
হলেন
বিচারক
মো.
মঞ্জুরুল
বাছিদ
ও
বিচারক
নূর
মোহাম্মদ
শাহরিয়ার
কবীর।
এডমিন 









