০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে মহাসড়কের পাশে লাগেজ থেকে ৩২টি পেট্রলবোমা উদ্ধার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • 17

ভাঙ্গা
থানার
পুলিশ
সূত্রে
জানা
যায়,
বৃহস্পতিবার
দুপুরে
মুনসুরাবাদ
এলাকায়
নাশকতার
প্রস্তুতির
খবর
পেয়ে
পুলিশ
অভিযান
চালায়।

সময়
দুর্বৃত্তরা
টের
পেয়ে
লাগেজটি
ফেলে
পালিয়ে
যায়।
পরে
সড়কের
পাশ
থেকে
পরিত্যক্ত
অবস্থায়
কালো
রঙের
লাগেজটি
উদ্ধার
করা
হয়।
পরে
সেটি
খুলে
ভেতরে
৩২টি
পেট্রলবোমা
পাওয়া
যায়।
কাচের
বোতলের
ভেতর
পেট্রল
ভরে
এসব
বানানো
হয়েছে।

ঘটনার
সত্যতা
নিশ্চিত
করে
ভাঙ্গা
থানার
ভারপ্রাপ্ত
কর্মকর্তা
আশরাফ
হোসেন
বলেন,
ঘটনাস্থলে
কাউকে
পাওয়া
যায়নি,
তবে
তদন্ত
চলছে।

ঘটনায়
আইনগত
ব্যবস্থা
নেওয়া
হবে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ফরিদপুরে মহাসড়কের পাশে লাগেজ থেকে ৩২টি পেট্রলবোমা উদ্ধার

আপডেট সময়ঃ ১২:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

ভাঙ্গা
থানার
পুলিশ
সূত্রে
জানা
যায়,
বৃহস্পতিবার
দুপুরে
মুনসুরাবাদ
এলাকায়
নাশকতার
প্রস্তুতির
খবর
পেয়ে
পুলিশ
অভিযান
চালায়।

সময়
দুর্বৃত্তরা
টের
পেয়ে
লাগেজটি
ফেলে
পালিয়ে
যায়।
পরে
সড়কের
পাশ
থেকে
পরিত্যক্ত
অবস্থায়
কালো
রঙের
লাগেজটি
উদ্ধার
করা
হয়।
পরে
সেটি
খুলে
ভেতরে
৩২টি
পেট্রলবোমা
পাওয়া
যায়।
কাচের
বোতলের
ভেতর
পেট্রল
ভরে
এসব
বানানো
হয়েছে।

ঘটনার
সত্যতা
নিশ্চিত
করে
ভাঙ্গা
থানার
ভারপ্রাপ্ত
কর্মকর্তা
আশরাফ
হোসেন
বলেন,
ঘটনাস্থলে
কাউকে
পাওয়া
যায়নি,
তবে
তদন্ত
চলছে।

ঘটনায়
আইনগত
ব্যবস্থা
নেওয়া
হবে।