দুজনের
একটি
স্থিরচিত্র
ফেসবুকে
পোস্ট
করে
অমিতাভ
রেজা
লিখেছেন,
‘কখনো
সহযাত্রী,
কখনো
সহযোদ্ধা
,
কিন্তু
ভাবিনি
কখনো
আমার
থেকে
ফাজিল
কারও
সাথে
জীবন
কাটাব।
আহারে
জীবন
…।’
অমিতাভ
রেজার
সেই
পোস্টে
বিনোদন
অঙ্গনের
কেউ
কেউ
মন্তব্য
করে
শুভকামনা
জানিয়েছেন।
অমিতাম
রেজা
সম্পর্কে
মুশফিকা
মাসুদ
প্রথম
আলোকে
বলেন,
‘অমিতাভ
খুবই
চমৎকার
একজন
মানুষ।
অসাধারণ
মেধাবী।
দুর্দান্ত
সিনেমা
পরিচালক।
আমরা
দুজন
একই
ভাষায়
কথা
বলি।
সত্যি
কথা
বলতে,
ও
যেভাবে
ভালোবেসেছে,
কোনো
বাঙালি
এভাবে
ভালোবাসতে
পারে,
তা
সত্যিই
অবিশ্বাস্য।
ওর
ভালোবাসাই
আমাকে
ভালোবাসা
শিখিয়েছে।’
এর
আগে
মুশফিকা
তাঁর
ফেসবুক
পোস্টে
অমিতাভকে
নিয়ে
লিখেছেন,
‘আমার
আত্মার
গভীরে
একটাই
মানুষ
বিরাজমান…
আর
সে
হলো
তুমি
জান।’
দুজনের
একটি
স্থিরচিত্র
পোস্ট
করে
মুশফিকা
লিখেছেন,
‘একসঙ্গে
আমরা
বিস্ময়করভাবে
শক্তিশালী।’
সেই
স্থিরচিত্রের
মন্তব্যে
অমিতাভ
রেজা
লিখেছেন,
‘তুমি
আমার
সৌন্দর্য,
তুমি
আমার
জীবন…
আমার
চার্লি
চ্যাপলিন।’
পাল্টা
মন্তব্যে
মুশফিকা
লিখেছেন,
‘এবং
তুমি
আমার
ওং
কার-ওয়াই।’
০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
বিয়ে করছেন অমিতাভ রেজা, পাত্রী কে
-
এডমিন - আপডেট সময়ঃ ১২:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- 12
ট্যাগঃ
জনপ্রিয় খবর


















