০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • 12

ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। 

এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার (১৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, থানা প্রাঙ্গণে জব্দ করা বিস্ফোরকদ্রব্যের গুদামে এ বিস্ফোরণ হয়েছে। শুক্রবার গভীর রাতে দক্ষিণ শ্রীনগরের নওগাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের অধিকাংশই পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্য। তারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। শ্রীনগর প্রশাসনের দুজন কর্মকর্তা নিহতদের মধ্যে রয়েছেন। গুরুতর আহত অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে কিছু দেহাংশ থানার ১০০ থেকে ২০০ মিটার দূরের বাড়িগুলোতেও ছিটকে পড়ে। অনেক দেহ পুরোপুরি পুড়ে যাওয়ায় শনাক্তকরণ প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে।

এনডিটিভি জানিয়েছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। থানায় জব্দ করা বিস্ফোরক পরীক্ষা করার সময়ই এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি গাড়ি বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে, যাদের কাছ থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিদের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেইএম) ও এর কাশ্মীরি সহযোগী আনসার গাজওয়াত-উল-হিন্দের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে।

মুনতাসির/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

আপডেট সময়ঃ ১২:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। 

এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার (১৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, থানা প্রাঙ্গণে জব্দ করা বিস্ফোরকদ্রব্যের গুদামে এ বিস্ফোরণ হয়েছে। শুক্রবার গভীর রাতে দক্ষিণ শ্রীনগরের নওগাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের অধিকাংশই পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্য। তারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। শ্রীনগর প্রশাসনের দুজন কর্মকর্তা নিহতদের মধ্যে রয়েছেন। গুরুতর আহত অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে কিছু দেহাংশ থানার ১০০ থেকে ২০০ মিটার দূরের বাড়িগুলোতেও ছিটকে পড়ে। অনেক দেহ পুরোপুরি পুড়ে যাওয়ায় শনাক্তকরণ প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে।

এনডিটিভি জানিয়েছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। থানায় জব্দ করা বিস্ফোরক পরীক্ষা করার সময়ই এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি গাড়ি বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে, যাদের কাছ থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিদের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেইএম) ও এর কাশ্মীরি সহযোগী আনসার গাজওয়াত-উল-হিন্দের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে।

মুনতাসির/সাএ