০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধুত্বই শিল্প, বন্ধুত্বই গান, বন্ধুত্বই আলো

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • 14

মেঘা খেতান, সরকার একান্ত ঐতিহ্য, দুর্জয় কুমার সরকার, রিজওয়ানুল রিজু ও কাভি সিকান্দারের কণ্ঠে জাতীয় সংগীত মিলনায়তনে যেন এক নতুন উদ্দীপনার জন্ম দিল। এরপরই শুরু হয় রঙিন সাংস্কৃতিক পর্ব। বন্ধুসভার থিম সং—‘ও বন্ধু, সুন্দর একটি বাংলাদেশ আমরা গড়ব সবাই’—বেজে উঠতেই পাঁচ তরুণ-তরুণী নৃত্যের ছন্দে ছড়িয়ে দিলেন নতুন স্বপ্ন দেখার প্রত্যয়। নৃত্যে অংশ নেন হোসাইন ইসলাম, জাকিয়া লিমা, মাসিয়াত দিহান, দোলা রহমান ও স্নিগ্ধা পালমা।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বন্ধুত্বই শিল্প, বন্ধুত্বই গান, বন্ধুত্বই আলো

আপডেট সময়ঃ ১২:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

মেঘা খেতান, সরকার একান্ত ঐতিহ্য, দুর্জয় কুমার সরকার, রিজওয়ানুল রিজু ও কাভি সিকান্দারের কণ্ঠে জাতীয় সংগীত মিলনায়তনে যেন এক নতুন উদ্দীপনার জন্ম দিল। এরপরই শুরু হয় রঙিন সাংস্কৃতিক পর্ব। বন্ধুসভার থিম সং—‘ও বন্ধু, সুন্দর একটি বাংলাদেশ আমরা গড়ব সবাই’—বেজে উঠতেই পাঁচ তরুণ-তরুণী নৃত্যের ছন্দে ছড়িয়ে দিলেন নতুন স্বপ্ন দেখার প্রত্যয়। নৃত্যে অংশ নেন হোসাইন ইসলাম, জাকিয়া লিমা, মাসিয়াত দিহান, দোলা রহমান ও স্নিগ্ধা পালমা।