ওয়াটারএইডের
কান্ট্রি
ডিরেক্টর
হাসিন
জাহান
বলেন,
‘আদালতে
প্রাঙ্গণে
বিচারপ্রার্থীদের
দীর্ঘ
সময়
থাকতে
হয়।
সেখানে
টয়লেট
নিয়ে
মানুষের
যে
বিড়ম্বনা,
বিশেষ
করে
নারীদের
যে
কষ্ট,
তা
অবর্ণনীয়।
আমার
পরিচিত
পরিসরে
অনেককে
(নারী)
দেখেছি,
যাঁরা
আদালতে
ভালো
টয়লেট
নেই
বলে
তাঁদের
পেশা
থেকে
সরে
এসেছেন।’
হাসিন
জাহান
বলেন,
পাবলিক
টয়লেটগুলোর
প্রধান
সমস্যা
রক্ষণাবেক্ষণের
অভাব।
এটার
জন্য
মডেল
আছে।
সিটি
করপোরেশনের
সঙ্গে
এ
নিয়ে
কথা
বলা
হয়েছে।
কর্তৃপক্ষের
উচিত
টয়লেটের
পুরো
ব্যবস্থাপনা
বেসরকারি
প্রতিষ্ঠানের
কাছে
দেওয়া
এবং
তাদের
কাজের
মূল্যায়নের
(পাবলিক
ফিডব্যাক)
ভিত্তিতে
চুক্তি
নবায়ন
করা।
বিভিন্ন
গবেষণায়
দেখা
গেছে,
অপরিষ্কার
টয়লেট
ব্যবহারে
মানুষের
মূত্রনালির
সংক্রমণ
হয়।
এ
ছাড়া
দীর্ঘ
সময়
একই
ঘটনা
ঘটতে
থাকলে
সেটা
থেকে
কিডনির
সমস্যা
হতে
পারে
বলে
জানিয়েছেন
হাসিন
জাহান।
এডমিন 













