গতকাল
মঙ্গলবার
হোয়াইট
হাউসে
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট
ডোনাল্ড
ট্রাম্পের
দেওয়া
এক
জমকালো
নৈশভোজে
হাজির
ছিলেন
ফুটবল
মহাতারকা
ক্রিস্টিয়ানো
রোনালদো।
সৌদি
আরবের
ক্রাউন
প্রিন্স
মোহাম্মদ
বিন
সালমানকে
সম্মান
জানাতে
আয়োজিত
এই
ভোজে
দুই
দেশের
শীর্ষ
কর্মকর্তাদের
পাশাপাশি
ছিলেন
অ্যাপলের
প্রধান
নির্বাহী
টিম
কুক,
টেসলার
প্রতিষ্ঠাতা
ইলন
মাস্কসহ
বিশ্বের
প্রভাবশালী
ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে
রোনালদোকে
ইস্ট
রুমের
সামনের
দিকে
বসানো
হয়।
সেখানেই
প্রেসিডেন্ট
ট্রাম্প
ও
ক্রাউন
প্রিন্স
অতিথিদের
উদ্দেশে
বক্তব্য
দেন।
বক্তব্যের
মধ্যেই
রোনালদোর
উপস্থিতিকে
আলাদা
করে
উল্লেখ
করেন
ট্রাম্প।
জানান,
তিনি
রোনালদোকে
তাঁর
১৯
বছর
বয়সী
ছেলে
ব্যারন
ট্রাম্পের
সঙ্গে
পরিচয়
করিয়ে
দিয়েছেন।
এডমিন 













