তাহসিন
জানান,
তাঁর
দাদির
সামনে
দাদা
দুর্ঘটনার
শিকার
হন।
তবে
তিনি
অক্ষত
আছেন।
তাঁর
দাদাকে
প্রথমে
সরকারি
কর্মচারী
হাসপাতালে
নেওয়া
হয়।
অবস্থার
অবনতি
হওয়ায়
সেখান
থেকে
বেলা
আড়াইটার
দিকে
তাঁকে
ঢাকা
মেডিকেল
কলেজ
(ঢামেক)
হাসপাতালে
স্থানান্তর
করা
হয়।
সেখানে
চিকিৎসক
তাঁকে
মৃত
ঘোষণা
করেন।
ডেমরা
থানার
ভারপ্রাপ্ত
কর্মকর্তা
(ওসি)
মাহমুদুর
রহমান
প্রথম
আলোকে
বলেন,
বৃদ্ধ
রশীদকে
ধাক্কা
দেওয়া
যানটি
শনাক্তের
চেষ্টা
চলছে।
এডমিন 








