বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী
জেমস
ও
ওয়েনসহ
৪১
জন
শিক্ষার্থী
২০২৪
সালে
স্ট্যাফোর্ডশায়ার
বিশ্ববিদ্যালয়ে
কোডিং
মডিউলের
ওপর
কোর্সে
ভর্তি
হন।
এই
কোর্সের
মাধ্যমে
ভবিষ্যতে
সাইবার
নিরাপত্তা
বিশেষজ্ঞ
বা
সফটওয়্যার
প্রকৌশলী
হওয়ার
বিভিন্ন
কৌশল
শেখানো
হয়।
বাস্তবে
দেখা
যায়,
কোর্সটিতে
এআই
দিয়ে
তৈরি
স্লাইড
এক
টার্ম
ধরে
পড়ানো
হয়।
মাঝে
মাঝে
একটি
এআই
ভয়েসওভার
ব্যবহার
করা
হয়।
শিক্ষার্থীরা
এতে
জীবনের
দুই
বছর
নষ্ট
করেছেন
বলে
অভিযোগ
করেছেন।
এমন
কোর্স
সবচেয়ে
সস্তা
উপায়ে
তৈরি
করা
হয়েছে
বলে
তাঁরা
অভিযোগ
করেন।
কোর্সের
বেশ
কিছু
অংশ
রেকর্ড
করা।
২০২৪
সালের
অক্টোবরে
এক
অধ্যাপকের
সঙ্গে
বিতর্কের
সময়
জেমস
বলেন,
আমরা
যদি
ক্লাসে
এআই
দিয়ে
তৈরি
কিছু
জমা
দিতাম,
তবে
আমাদের
বিশ্ববিদ্যালয়
থেকে
বের
করে
দেওয়া
হতো।
অথচ
আমাদেরই
এআই
দিয়ে
পড়ানো
হচ্ছে।
জেমস
ও
অন্য
শিক্ষার্থীরা
এআই
দিয়
তৈরি
লেকচার
সম্পর্কে
বিশ্ববিদ্যালয়কে
বেশ
ক’বার
জানিয়েছে।
যদিও
দেখা
যাচ্ছে
বিশ্ববিদ্যালয়
এখনো
কোর্স
শেখানোর
জন্য
এআই
দিয়ে
সামগ্রী
ব্যবহার
করছে।
এ
বছর
বিশ্ববিদ্যালয়
কোর্সের
ওয়েবসাইটে
একটি
বিবৃতি
আপলোড
করেছে।
বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ
এআই
ব্যবহারের
ন্যায্যতা
দেওয়ার
চেষ্টা
করছে
সেখানে।
এডমিন 
















