০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহে ফের রেল অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • 15

আজ
সকাল
সাড়ে
১০টা
থেকে
বিশ্ববিদ্যালয়ের
বিভিন্ন
হল
থেকে
মিছিল
নিয়ে
আবদুল
জব্বার
মোড়ে
জড়ো
হন
আন্দোলনকারীরা।
এরপর
তাঁরা
আবদুল
জব্বার
মোড়সংলগ্ন
রেললাইনে
অবস্থান
নেন।
পরে
বেলা
১১টার
দিকে
ঢাকা
থেকে
ময়মনসিংহগামী
তিস্তা
এক্সপ্রেস
আটকে
দেন।
ফলে
ঢাকা-ময়মনসিংহগামী
রেল
চলাচল
বন্ধ
হয়ে
যায়।

আন্দোলনকারী
মেহরাজ
হাসান
বলেন,
‘শিক্ষার্থীদের
লিখিত
পরীক্ষার
জন্য
ন্যূনতম
প্রস্তুতির
সময়
দিতে
হবে,
যাতে
তাঁরা
ভালোভাবে
পরীক্ষা
দিতে
পারেন।
আমাদের
এই
যৌক্তিক
দাবি
পিএসসিকে
মানতেই
হবে।
যে
পর্যন্ত
পিএসসি
এই
সময়
পরিবর্তন
না
করছে,
সেই
পর্যন্ত
অবরোধ
চলবে।
পিএসসি
যদি
আমাদের
সঙ্গে
স্বৈরাচারী
আচরণ
চলমান
রাখে,
তাহলে
আমাদের
অবরোধও
চলমান
থাকবে।’

ট্রেন
অবরোধ
করে
রাখায়
দুর্ভোগে
পড়েছেন
ট্রেনের
যাত্রীরা।
আবদুল
কাদির
নামে
তিস্তা
এক্সপ্রেসের
এক
যাত্রী
বিরক্তি
প্রকাশ
করে
বলেন,
‘শিক্ষার্থীদের
দাবি
যৌক্তিক।
তবে
জনদুর্ভোগ
যাতে
না
হয়
সেদিকেও
তাঁদের
নজর
দিতে
হবে।
তাঁদের
যা
দাবি-দাওয়া
আছে
তা
প্রশাসনের
শীর্ষস্থানীয়
ব্যক্তিদের
সঙ্গে
আলোচনা
করে
সমাধান
করতে
হবে।
এতক্ষণ
ধরে
ট্রেনে
আটকে
আছি।
এই
পরিস্থিতি
প্রচণ্ড
বিরক্তিকর।’

ট্যাগঃ

বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহে ফের রেল অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

আপডেট সময়ঃ ১২:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

আজ
সকাল
সাড়ে
১০টা
থেকে
বিশ্ববিদ্যালয়ের
বিভিন্ন
হল
থেকে
মিছিল
নিয়ে
আবদুল
জব্বার
মোড়ে
জড়ো
হন
আন্দোলনকারীরা।
এরপর
তাঁরা
আবদুল
জব্বার
মোড়সংলগ্ন
রেললাইনে
অবস্থান
নেন।
পরে
বেলা
১১টার
দিকে
ঢাকা
থেকে
ময়মনসিংহগামী
তিস্তা
এক্সপ্রেস
আটকে
দেন।
ফলে
ঢাকা-ময়মনসিংহগামী
রেল
চলাচল
বন্ধ
হয়ে
যায়।

আন্দোলনকারী
মেহরাজ
হাসান
বলেন,
‘শিক্ষার্থীদের
লিখিত
পরীক্ষার
জন্য
ন্যূনতম
প্রস্তুতির
সময়
দিতে
হবে,
যাতে
তাঁরা
ভালোভাবে
পরীক্ষা
দিতে
পারেন।
আমাদের
এই
যৌক্তিক
দাবি
পিএসসিকে
মানতেই
হবে।
যে
পর্যন্ত
পিএসসি
এই
সময়
পরিবর্তন
না
করছে,
সেই
পর্যন্ত
অবরোধ
চলবে।
পিএসসি
যদি
আমাদের
সঙ্গে
স্বৈরাচারী
আচরণ
চলমান
রাখে,
তাহলে
আমাদের
অবরোধও
চলমান
থাকবে।’

ট্রেন
অবরোধ
করে
রাখায়
দুর্ভোগে
পড়েছেন
ট্রেনের
যাত্রীরা।
আবদুল
কাদির
নামে
তিস্তা
এক্সপ্রেসের
এক
যাত্রী
বিরক্তি
প্রকাশ
করে
বলেন,
‘শিক্ষার্থীদের
দাবি
যৌক্তিক।
তবে
জনদুর্ভোগ
যাতে
না
হয়
সেদিকেও
তাঁদের
নজর
দিতে
হবে।
তাঁদের
যা
দাবি-দাওয়া
আছে
তা
প্রশাসনের
শীর্ষস্থানীয়
ব্যক্তিদের
সঙ্গে
আলোচনা
করে
সমাধান
করতে
হবে।
এতক্ষণ
ধরে
ট্রেনে
আটকে
আছি।
এই
পরিস্থিতি
প্রচণ্ড
বিরক্তিকর।’