লেট
ক্যাপিটালিস্ট
এই
দুনিয়ায়
নয়া-উদারবাদী
অর্থনৈতিক
ব্যবস্থায়
পোস্ট-মডার্নিস্ট
চিন্তাচর্চা
ও
ডিসকোর্স
এখনো
দোর্দণ্ড
প্রতাপে
রাজত্ব
করছে।
মডার্নিস্ট
বিশ্বদৃষ্টির
ব্যাপারে
পোস্ট-মডার্নিস্ট,
বিনির্মাণবাদী
তত্ত্বের
ক্রিটিক্যাল
অবস্থান
থাকা
সত্ত্বেও
নয়া-উদারবাদী
অর্থনৈতিক
ব্যবস্থা
তার
আপন
উদরে
এসব
ক্রিটিক
গ্রাস
করে
নেয়
এবং
ক্ষেত্রবিশেষে
পিঠ
চাপড়ানি
দিয়ে
উৎসাহিত
করে,
নানান
ফর্মে
জোর-জুলুম-জবরদস্তি
জারি
রেখেই।
এ
পরিস্থিতিতে
নানান
কিসিমের
মতাদর্শিক
পর্দা
মানবেতিহাসের
দিগন্তকে
অস্পষ্ট
ও
ঝাপসা
করে
তোলে।
সত্য-অসত্য,
মিথ-ইতিহাস,
বর্তমান-ভবিষ্যৎ
বাদেও
মানবিক
কর্তাসত্তাকে
ঝাপসা
করে
ফেলার
মধ্য
দিয়ে
বিদ্যমান
আইনি-রাজনৈতিক
ব্যবস্থা
টিকিয়ে
রাখে
এবং
জুলুমিয়াতের
পুনরুৎপাদন
জারি
রাখে।
‘কাশফ’
আমার
পড়া
পারভেজ
আলমের
তৃতীয়
বই।
‘জিহাদ
ও
খেলাফতের
সিলসিলা’
এবং
‘মদিনা’
যাঁরা
পড়েছেন,
তাঁরা
পারভেজ
আলমের
চিন্তা
ও
তৎপরতার
এলাকা
সম্পর্কে
অবহিত
আছেন।
‘কাশফ’কে
সেই
তৎপরতার
ধারাবাহিকতা
আকারে
পড়া
সুবিধাজনক।
পারভেজ
আলমের
বরাতেই
এই
বইয়ের
মোটাদাগে
দুইটা
প্রস্তাবনার
কথা
উল্লেখ
করা
যেতে
পারে।
এডমিন 










