ছেলেটির
বিরুদ্ধে
মামলার
অভিযোগে
পুলিশ
বলেছে,
গত
২১
অক্টোবর
সকাল
সোয়া
১০টার
দিকে
উত্তরা
পশ্চিম
থানার
৩
নম্বর
সেক্টরে
নিষিদ্ধঘোষিত
সংগঠন
ছাত্রলীগ
ও
যুবলীগের
নেতা–কর্মীরা
সরকারবিরোধী
স্লোগান
দেয়।
কিছুক্ষণ
পর
পুলিশের
উপস্থিতি
টের
পেয়ে
ককটেলের
বিস্ফোরণ
ঘটিয়ে
তাঁরা
পালানোর
চেষ্টা
করে।
এ
সময়
অপু
ও
তাকে
আটক
করে
পুলিশ।
বাকিরা
পালিয়ে
যায়।
ঘটনার
দিন
বিকেলে
উত্তরা
পশ্চিম
থানার
উপপরিদর্শক
মনিরুজ্জামান
মামলা
করেন।
ছেলেটির
বিদ্যালয়ের
প্রধান
শিক্ষক
আবু
বকর
প্রথম
আলোকে
বলেন,
‘সে
আমাদের
শিক্ষার্থী।
সে
২০২৬
সালের
এসএসসি
পরীক্ষার্থী।
তাকে
কারাগারে
নেওয়ার
কথা
শুনেছি।
স্কুলে
তাকে
কোনো
রাজনৈতিক
কাজে
দেখিনি।
বাইরে
কী
করে,
আমাদের
জানা
নেই।’
এডমিন 











