পাশেই
আইকনিক
বাংলা
ক্যানেল
অ্যান্ড
অ্যাগ্রো
ফার্মের
স্টল।
এ
স্টলে
আছে
নানান
বিদেশি
প্রজাতির
কুকুর।
আকারে
বিশাল,
দীর্ঘ
লোম
আর
ভারী
মাথার
বাদামি
রঙের
সুইজারল্যান্ডের
সেন্ট
বার্নাড
কুকুর
ছিল
ওই
স্টলে।
কুকুরটি
প্রথম
দেখায়
অনেকেই
ভয়
পাচ্ছিলেন।
তবে
সঙ্গে
থাকা
সহযোগী
জানাচ্ছিলেন,
কুকুরটি
খুবই
কোমল
ও
শিশুপ্রিয়।
এর
সঙ্গেই
রাখা
ছিল
জার্মানির
প্রজাতির
গ্রেড
ড্যাম
কুকুর।
এটির
লম্বা
পা,
সুউচ্চ
দেহ
আর
গম্ভীর
চাহনিতে
কুকুরটি
দেখতে
রাজকীয়
ও
ভীতিকর।
তবে
কুকুরটি
স্বভাবে
অত্যন্ত
শান্ত,
বন্ধুত্ব
করতে
ভালোবাসে।
সহযোগীর
কোলে
বারবার
উঠে
যাচ্ছিল
কুকুরটি।
দর্শনার্থীরা
কুকুর
দুটির
পাশে
দাঁড়িয়ে
ছবি
তুলছিলেন,
হাত
দিয়ে
আদর
করছিলেন।
ওই
দুটি
কুকুর
ছাড়াও
স্টলটিতে
চওড়া
মুখ,
ভাঁজ
পড়া
গাল
আর
ভারী
গড়ন
বুলডগ,
গোলগাল
ও
চকচকে
হাসির
মতো
মুখের
ল্যাব্রাডর
কুকুর
ছিল।
ওই
স্টলের
প্রতিনিধি
ইমরান
হাসান
বলেন,
সেন্ট
বার্নাড
প্রজাতির
কুকুরের
নাম
রাখা
হয়েছে
মেরন,
দাম
এক
লাখ
টাকা।
আর
গ্রেড
ড্যাম
কুকুরটির
মূল্য
৮০
হাজার
টাকা।
এডমিন 











