রাত
এখন
রাষ্ট্রের
সম্পত্তি,
অন্ধকারে
টহল
দেয়
বিজ্ঞাপন।
ঘুম
নয়—
আমাদের
চোখে
ঢুকে
পড়ে
নতুন
অফারের
পর্দা।
দেশ
নামের
শব্দটা
এখন
ডেটা
সেন্টারে
বন্দী,
মানুষ
নামের
উপাত্ত
বিক্রি
হয়
প্রতি
বাইটে,
মায়ের
কোলে
জন্ম
নেয়
ক্যামেরার
ফ্ল্যাশ।
রাস্তার
পাশে
মৃত
নদী—
তার
বুকে
গজিয়েছে
সিমেন্টের
পদ্ম,
তবু
কেউ
বলে—উন্নয়ন
হচ্ছে,
কারণ
ধ্বংসেরও
আজ
একটা
সুন্দর
ভাষা
আছে।
আমরা
সবাই
চাকর—
কখনো
স্ক্রিনের,
কখনো
টাকার,
কখনো
তেলের
গন্ধের।
শিশুরা
শেখে:
ভবিষ্যৎ
মানে
পাসওয়ার্ড,
আর
ন্যায়
মানে
ফাইল
নং
৩৭৪বি।
আমি
বুঝি—
আমি
ভুল
কালে
জন্মেছি,
আমার
ভাষা
পুরোনো,
আমার
রাগ
অচল।
যখন
মানুষের
চোখে
জল
ছিল,
যখন
মৃত্যু
মানে
ছিল
ভয়
নয়,
প্রার্থনা।
এখানে
ক্ষুধা
মানে
পেট
নয়,
ক্ষুধা
মানে
ক্ষমতা,
ভালোবাসা
মানে
ট্রেন্ড,
আর
সত্য
মানে—যে
কথা
সবচেয়ে
জোরে
বাজে।
আমি
বুঝি—
ভুল
সময়ে
জন্মেছি,
এই
সময়
আমার
নয়।
এখানে
করুণা
বিক্রি
হয়
কেজি
দরে,
বিশ্বাসের
বাজারে
ছারপোকা
ঘুরে
বেড়ায়,
আর
দেবতারাও
আজ
পে-স্লিপে
বাঁধা।
আমি
হয়তো
আসিনি
আগেভাগে,
সময়টাই
এসেছিল
দেরিতে—
যখন
মানুষ
হয়ে
বাঁচা
এক
দোষ,
আর
মিথ্যে
হয়ে
ওঠা
একমাত্র
মুক্তি।
এখন
মৃত্যু
কেবল
একটি
সহজ
সংবাদ,
এবং
জীবন—এক
অঘোষিত
জরুরি
অবস্থা।
এডমিন 














