ভিডিওতে
ওসি
আতিকুর
রহমানকেও
কথা
বলতে
শোনা
যায়।
এ
সময়
তিনি
বলেন,
‘এই
মুহূর্তে
আমাদের
আপনাদের
সহযোগিতা
দরকার।
অন্তত
১৫টা
দিন
আপনারা
আমাকে
সহযোগিতা
করেন,
দেখেন
কী
রেজাল্ট
আসে।
আপনি
যেটা
প্রথমে
প্রস্তাব
দিয়েছেন,
আমি
এটাতে
খুবই
আনন্দিত
এবং
খুব
খুশি
হয়েছি।
আপনাদের
সমাজসেবী
যাঁরা
আছেন,
পাড়ায়-পাড়ায়
মহল্লায়-মহল্লায়
টিম
করে
দেন,
আমরা
একটা
হোয়াটসঅ্যাপ
গ্রুপ
করি,
আমার
পুলিশের
সঙ্গে
যুক্ত
থাকবে।
আমি
সরাসরি
যুক্ত
থাকব।
মাঠে
তাদের
তদারকি
করব,
তাদের
সেফটি
আমি
দেব।’
ওসির
সঙ্গে
কথোপকথনের
বিষয়ে
জানতে
চাইলে
সাইফুর
রহমান
প্রথম
আলোকে
বলেন,
‘পুলিশের
সঙ্গে
আমার
বলা
কথাগুলোকে
আগে
পরে
কেটে-ছেঁটে
একটি
স্বার্থান্বেষী
গোষ্ঠী
প্রচার
করছে।
আমি
মনে
করি
যারা
কথা
বিকৃত
করে
প্রচার
করছে,
তারা
ডাকাতদের
সহযোগী।
যে
কয়েকটি
আইডি
থেকে
উদ্দেশ্যপ্রণোদিতভাবে
এগুলো
ছড়াচ্ছে,
আমি
তাদের
বিরুদ্ধে
মামলা
করব।’
এডমিন 















