গৌতম
গম্ভীরের
কোচিং–পদ্ধতি
নিয়ে
সমালোচনা
যেন
থামছেই
না।
বিশেষ
করে
দক্ষিণ
আফ্রিকার
কাছে
সম্প্রতি
২-০
ব্যবধানে
ধবলধোলাই
হওয়ার
পর
ভারত
কোচের
ওপর
চাপ
ভীষণ
বেড়েছে।
এর
আগে
গত
বছরের
অক্টোবরে
নিউজিল্যান্ডের
বিপক্ষেও
তিন
ম্যাচের
সিরিজে
ধবলধোলাই
হয়েছিল
ভারত।
দুটি
সিরিজই
ভারত
খেলেছে
ঘরের
মাঠে,
দুটিই
কোচ
গৌতম
গম্ভীরের
অধীন।
অথচ
একটা
সময়
ঘরের
মাঠে
টেস্টে
অজেয়
ছিল
ভারত।
২০১৩
থেকে
২০২৪
সাল—এই
সময়টাতে
ঘরের
মাঠে
কোনো
টেস্ট
সিরিজ
হারেনি
তারা।
সেই
অপরাজেয়
পথচলা
থেমেছিল
নিউজিল্যান্ডের
বিপক্ষে
৩-০
ব্যবধানে
হেরে।
সেই
সিরিজের
পরই
টেস্ট
ক্রিকেটে
ভারতের
কৌশল
এবং
পরিকল্পনা
নিয়ে
প্রশ্ন
উঠেছিল।
সম্প্রতি
সেটি
আরও
জোরালো
হয়েছে।
বিশেষ
করে
অভিজ্ঞ
ও
বিশেষজ্ঞ
খেলোয়াড়দের
বাদ
দিয়ে
অলরাউন্ডারদের
প্রতি
গম্ভীরের
অতিরিক্ত
ঝোঁক
যে
বুমেরাং
হয়ে
এসেছে,
তা
এখন
বেশ
স্পষ্ট।
এ
নিয়ে
ভারতের
সাবেক
ক্রিকেটাররাই
প্রশ্ন
তুলতে
শুরু
করেছেন।
এবার
সেই
পালে
হাওয়া
দিলেন
দক্ষিণ
আফ্রিকার
কিংবদন্তি
এবি
ডি
ভিলিয়ার্সও।
এডমিন 
















