ভোলা–বরিশাল
সেতু
নির্মাণসহ
পাঁচ
দফা
দাবিতে
আন্দোলনকারীরা
রাজধানীর
শাহবাগ
মোড়
অবরোধ
করেছেন।
আজ
শুক্রবার
বেলা
তিনটায়
পূর্বঘোষিত
‘লংমার্চ
টু
ঢাকা’
কর্মসূচি
জাতীয়
জাদুঘরের
সামনে
শুরু
হলেও
পরে
মিছিল
নিয়ে
শাহবাগ
মোড়
অবরোধ
করা
হয়।
অবরোধের
কারণে
এ
মোড়ের
সব
দিক
দিয়ে
যান
চলাচল
বন্ধ
হয়ে
যায়।
আন্দোলনকারীরা
‘সেতু,
সেতু,
সেতু
চাই,
ভোলা-বরিশাল
সেতু
চাই’,
‘দাবি
মোদের
একটাই,
ভোল-বরিশাল
সেতু
চাই’,
‘আমার
গ্যাস
তুমি
নাও,
বিনিময়ে
কী
দাও’সহ
নানা
স্লোগান
দেন।
এডমিন 















