গুরুতর
অসুস্থ
বিএনপির
চেয়ারপারসন
খালেদা
জিয়া
গত
বুধবার
থেকে
প্রায়
সাড়াহীন
ছিলেন।
তিন
দিন
পর
গতকাল
শনিবার
তিনি
কথা
বলেছেন।
রাজধানীর
এভারকেয়ার
হাসপাতালের
চিকিৎসক
এবং
খালেদা
জিয়ার
পরিবার-ঘনিষ্ঠ
একটি
সূত্র
গতকাল
প্রথম
আলোকে
এ
তথ্য
নিশ্চিত
করে
বলেছে,
সকালের
দিকে
সিসিইউতে
খালেদা
জিয়ার
শয্যা
পাশে
থাকা
ছোট
ছেলে
প্রয়াত
আরাফাত
রহমান
কোকোর
স্ত্রী
শামিলা
রহমানের
সঙ্গে
তিনি
সামান্য
কথা
বলেন।
সংশ্লিষ্ট
সূত্রগুলো
জানিয়েছে,
খালেদা
জিয়ার
শারীরিক
অবস্থা
গত
বুধ,
বৃহস্পতি
ও
শুক্রবারের
চেয়ে
গতকাল
সামান্য
উন্নতি
দেখা
গেছে।
তবে
সামগ্রিক
সংকট
কাটেনি।
বিশেষত
কিডনির
কার্যকারিতা
মারাত্মকভাবে
কমে
যাওয়ায়
তাঁকে
টানা
চার
দিন
ডায়ালাইসিস
করতে
হয়েছে।
চিকিৎসকেরা
পরিস্থিতিকে
এখনো
‘গুরুতর’
হিসেবে
বিবেচনা
করছেন।
তাঁদের
পর্যবেক্ষণ
হচ্ছে,
আগামী
কয়েকটি
দিন
অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
কিডনি
কার্যক্ষমতায়
স্থিতিশীলতা
ছাড়া
তাঁর
সামগ্রিক
শারীরিক
অবস্থায়
স্থায়ী
উন্নতি
আসা
কঠিন।
এডমিন 










