ভেনেজুয়েলার
ওপর
চাপ
বাড়িয়েই
চলেছেন
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট
ডোনাল্ড
ট্রাম্প।
তবে
এই
চাপের
মুখেও
অনড়
অবস্থানে
রয়েছে
কারাকাস।
গত
শনিবার
ট্রাম্প
ঘোষণা
দেন,
ভেনেজুয়েলা
ও
দেশটির
আশপাশের
আকাশসীমা
‘সম্পূর্ণ
বন্ধ’
বিবেচিত
হবে।
কারাকাস
এর
তীব্র
নিন্দা
জানায়।
পাল্টা
জবাবে
কারাকাস
জানায়,
ট্রাম্পের
মন্তব্য
তাদের
সার্বভৌমত্বের
বিরুদ্ধে
ঔপনিবেশিক
হুমকি
এবং
এটি
আন্তর্জাতিক
আইনের
লঙ্ঘন।
তারা
কোনো
বিদেশি
নির্দেশ
বা
হুমকি
মেনে
নেবে
না।
তাদের
আকাশসীমার
প্রতি
সম্মান
দেখাতে
হবে।
শনিবার
সকালে
ট্রাম্প
তাঁর
মালিকানাধীন
সামাজিক
যোগাযোগমাধ্যম
ট্রুথ
সোশ্যালে
দেওয়া
পোস্টে
লেখেন,
‘সব
উড়োজাহাজ
সংস্থা,
পাইলট,
মাদক
ব্যবসায়ী
ও
মানব
পাচারকারীর
উদ্দেশে
বলছি,
দয়া
করে
ভেনেজুয়েলার
ওপরের
এবং
চারপাশের
আকাশসীমা
পুরোপুরি
বন্ধ
বলে
বিবেচনা
করুন।’
কয়েক
সপ্তাহ
ধরে
যুক্তরাষ্ট্রের
শীর্ষ
কর্মকর্তারা
ভেনেজুয়েলার
প্রেসিডেন্ট
নিকোলা
মাদুরো
ও
তাঁর
সরকারের
বিরুদ্ধে
আক্রমণাত্মক
বক্তব্য
দিয়ে
যাচ্ছেন।
এর
মধ্যেই
ট্রাম্প
প্রশাসন
বলছে,
তারা
মাদক
পাচার
মোকাবিলার
অংশ
হিসেবে
ভেনেজুয়েলাকে
লক্ষ্যবস্তু
করছে।
তবে
বিশেষজ্ঞ
ও
মানবাধিকার
পর্যবেক্ষকদের
আশঙ্কা,
মাদুরোকে
অবৈধভাবে
ক্ষমতা
থেকে
অপসারণের
চেষ্টার
ভিত্তি
তৈরি
করছে
ওয়াশিংটন।
এ
বিষয়ে
যুক্তরাষ্ট্রের
প্রতিরক্ষা
দপ্তর
তাৎক্ষণিকভাবে
কোনো
জবাব
দেয়নি।
এডমিন 













