আরেকজন
অভিভাবক
নাম
প্রকাশ
না
করার
শর্তে
প্রথম
আলোকে
বলেন,
সহকারী
শিক্ষকেরা
কর্মবিরতি
পালন
করছেন,
এটা
ভালো
কথা।
কিন্তু
খুদে
শিক্ষার্থীদের
দিকে
তাকিয়ে
নিজেদের
দায়িত্ব
পালন
করা
উচিত
ছিল।
এ
ছাড়া
পরীক্ষার
হলে
অভিভাবকদের
দায়িত্ব
পালনের
সময়
নিরপেক্ষতা
নিয়েও
প্রশ্ন
তুলেছেন
অভিভাবকদের
কেউ
কেউ।
নাম
প্রকাশ
না
করার
শর্তে
এক
অভিভাবক
বলেন,
‘যেসব
অভিভাবক
পরীক্ষার
দায়িত্ব
পালন
করেছেন,
তাঁরা
নিজেদের
ও
পরিচিত
শিক্ষার্থীদের
প্রশ্নের
উত্তর
বলে
দিয়েছেন।
পরীক্ষা
গ্রহণে
কোনো
ধরনের
স্বজনপ্রীতি
হচ্ছে
না
বলে
দাবি
করেছেন
সখীপুর
মডেল
সরকারি
প্রাথমিক
বিদ্যালয়ের
দায়িত্বরত
এক
অভিভাবক।
নাম
প্রকাশ
না
করার
শর্তে
এই
ব্যক্তি
বলেন,
‘আমার
বাচ্চা
যে
কক্ষে
বসে
পরীক্ষা
দিচ্ছিল,
সে
কক্ষে
দায়িত্ব
পালন
করিনি।
আমি
চেষ্টা
করেছি,
সহকারী
শিক্ষকদের
মতোই
দায়িত্ব
পালন
করতে।
বিদ্যালয়ের
প্রধান
শিক্ষকের
অনুরোধেই
মূলত
এটি
করেছি।’
এডমিন 








