পরে
মোহাম্মদপুর
থানা–পুলিশ
আসামি
আকবর
হোসেনের
বিরুদ্ধে
আনা
অভিযোগ
সত্য
বলে
প্রমাণিত
হয়েছে
মর্মে
প্রতিবেদন
জমা
দেয়।
এরপর
গত
১৪
জুলাই
আসামির
বিরুদ্ধে
চার্জ
গঠন
করে
বিচার
শুরুর
আদেশ
দেন
আদালত।
মামলার
অভিযোগ
থেকে
জানা
গেছে,
গত
১
ফেব্রুয়ারি
দুপুরের
দিকে
মোহাম্মদপুরের
মুক্তিযোদ্ধা
টাওয়ারের
৯ম
তলার
মনসুর
নামে
এক
ব্যক্তির
বিড়াল
হারিয়ে
যায়।
পরে
ভবনের
সিসিটিভি
ফুটেজে
দেখা
যায়,
আসামি
আকবর
হোসেন
বিড়ালটিকে
এলোপাতাড়ি
ফুটবলের
মতো
লাথি
মারছেন।
আসামির
লাথির
আঘাতে
বিড়ালটির
নিথর
দেহ
পড়ে
থাকার
পর
পা
দিয়ে
পাড়া
দিয়ে
মৃত্যু
নিশ্চিত
করেন।
এডমিন 




