যুক্তরাষ্ট্রের
একটি
সরকারি
হিসাবমতে,
ভেনেজুয়েলায়
খুব
সামান্য
কোকেন
উৎপাদিত
হয়।
কিন্তু
২০২০
সালে
বিশ্বে
উৎপাদিত
কোকেনের
১০
থেকে
১৩
শতাংশ
পাচার
হয়েছে
ভেনেজুয়েলা
হয়ে।
মাদুরোর
অভিযোগ,
ট্রাম্প
মাদকবিরোধী
অভিযানকে
অজুহাত
বানিয়ে
তাঁর
সরকার
উৎখাত
এবং
ভেনেজুয়েলার
বিশাল
তেলসম্পদ
দখলের
চেষ্টা
করছেন।
গত
সোমবার
রাজধানী
কারাকাসে
এক
সমাবেশে
মাদুরো
বললেন,
ভেনেজুয়েলা
শান্তি
চায়।
তবে
সেই
শান্তিই
ভেনেজুয়েলার
কাম্য,
যা
পাওয়ার
জন্য
‘সার্বভৌমত্ব,
সমতা
ও
স্বাধীনতা’কে
বিসর্জন
দিতে
হবে
না।
মাদুরোর
ভাষায়,
‘আমরা
দাসত্ব
বা
উপনিবেশের
শান্তি
চাই
না!
উপনিবেশ,
কখনো
নয়!
দাসত্ব,
কখনো
নয়!’
এডমিন 








