এ
সময়
সুপ্রিম
কোর্ট
সচিবালয়
প্রতিষ্ঠার
মাধ্যমে
বিচারব্যবস্থায়
জনগণ
একটি
আমূল
পরিবর্তন
দেখতে
পাবে
বলে
আশা
প্রকাশ
করেন
মাহবুব
উদ্দিন
খোকন।
তিনি
বলেন,
‘এখন
আক্ষরিক
অর্থে
স্বাধীন
হয়েছে,
কাগজে–কলমে
হয়েছে,
বাস্তবে
চাই।’
তবে
এ
নিয়ে
জনমনে
‘কিছু
ভয়ও
আছে’
উল্লেখ
করে
সুপ্রিম
কোর্ট
আইনজীবী
সমিতির
সভাপতি
বলেন,
‘বিচারপতিরা
এখন
ধরেন
স্বাধীন।
অনেকেই
ধারণা
করছে,
ভয়
পাচ্ছে—
স্বেচ্ছাচারিতা
যদি
হয়,
তাঁরা
যদি
প্রভাবিত
হন,
তাহলে
কী
হবে?
সরকারের
তো
নিয়ন্ত্রণ
নেই।’
সচিবালয়
সঠিকভাবে
কাজ
করতে
পারবে
কি
না,
তা
নিয়ে
মানুষের
মধ্যে
উদ্বেগ
আছে
বলেও
মন্তব্য
করেন
মাহবুব
উদ্দিন
খোকন।
তিনি
বলেন,
‘সচিবালয়
কি
ভালোভাবে
কাজ
করতে
পারবে,
এটা
মানুষের
চিন্তা।
আমি
বিশ্বাস
করি,
সচিবালয়
প্রতিষ্ঠার
পর
এটা
সম্ভব
হবে।
এখানে
দক্ষ
লোক
নিয়োগ
করতে
হবে।’
এডমিন 








