জাতীয়
পার্টির
নির্বাচনে
অংশগ্রহণ
প্রসঙ্গে
সরকারের
প্রেস
সচিব
বলেন,
‘জাতীয়
পার্টি
সম্পর্কে
আমাদের
অবস্থান
স্পষ্ট।
তাঁরা
নির্বাচন
করতে
চাইলে,
সেটি
তাঁদের
নিজস্ব
সিদ্ধান্ত।
তবে
ইতিহাস
বলবে,
জাতীয়
পার্টি
ভয়ংকর
রকমভাবে
স্বৈরাচারের
দোসর
ছিল।
আওয়ামী
লীগ
যে
সব
অপকর্ম
করেছে,
তা
করেছে
জাতীয়
পার্টির
সহযোগিতায়।’
চলমান
রাজনৈতিক
আলোচনায়
উঠে
আসা
‘মাইনাস
ফোর
ফর্মুলা’
প্রসঙ্গে
প্রেস
সচিব
বলেন,
যারা
মাইনাস
ফোর
ফর্মুলার
কথা
বলছে,
তাঁরা
স্বৈরাচারের
দোসরের
দল
থেকেই
এসেছে।
সরকারের
পক্ষ
থেকে
কখনোই
মাইনাস
ফোরের
কোনো
কথা
বলা
হয়নি।
যিনি
মাইনাস
হয়েছেন,
তিনি
হত্যাযোগ্য
অপরাধের
কারণে
মাইনাস
হয়েছেন।
এর
আগে
শফিকুল
আলম
মাগুরায়
আন্তঃকলেজ
ফুটবল
টুর্নামেন্টের
উদ্বোধন
করেন।
মাগুরা
জেলা
প্রশাসন
ও
মাগুরা
জেলা
ক্রীড়া
অফিসের
সহযোগিতায়
৯টি
দলের
অংশগ্রহণে
মাগুরা
সরকারি
উচ্চবিদ্যালয়
মাঠে
এ
টুর্নামেন্ট
আয়োজন
করেছে
জাতীয়
ক্রীড়া
পরিদপ্তর।
এডমিন 













