‘যারা
তওবা
করেছে,
ইমান
এনেছে
ও
সৎকর্ম
করেছে,
তারা
জান্নাতে
প্রবেশ
করবে;
তাদের
প্রতি
কোনো
অবিচার
করা
হবে
না।’
(সুরা-১৯
মারিয়াম,
আয়াত
:
৬০)
‘আমি
অবশ্যই
তার
প্রতি
ক্ষমাশীল
যে
তওবা
করে,
ইমান
আনে,
সৎকর্ম
করে
ও
সৎপথে
অবিচল
থাকে।’
(সুরা-২০
ত্বহা,
আয়াত:
৮২)
‘অতঃপর
যদি
তারা
তওবা
করে
ও
নিজেদের
সংশোধন
করে,
আল্লাহ
তো
অতিশয়
ক্ষমাশীল,
পরম
দয়ালু।’
(সুরা-২৪
নূর,
আয়াত
:
৫)
‘যারা
তওবা
করে,
ইমান
আনে
ও
সৎকর্ম
করে,
আল্লাহ
তাদের
পাপ
পরিবর্তন
করে
দেবেন
পুণ্য
দ্বারা।
আল্লাহ
ক্ষমাশীল,
পরম
দয়ালু।
যে
ব্যক্তি
তওবা
করে
ও
সৎকর্ম
করে,
সে
সম্পূর্ণরূপে
আল্লাহর
অভিমুখী
হয়।’
(সুরা-২৫
ফুরকান,
আয়াত
:
৭০-৭১)
‘যে
ব্যক্তি
তওবা
করেছে
এবং
ইমান
এনেছে
ও
সৎকর্ম
করেছে,
আশা
করা
যায়
সে
সাফল্য
অর্জনকারীদের
অন্তর্ভুক্ত
হবে।’
(সুরা-২৮
কাসাস,
আয়াত
:
৬৭)
এডমিন 













