০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আরও পেছাচ্ছে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • 16

গুরুতর
অসুস্থ
বিএনপির
চেয়ারপারসন
খালেদা
জিয়াকে
উন্নত
চিকিৎসার
জন্য
বিদেশে
নেওয়ার
বিষয়ে
কয়েক
দিন
ধরেই
আলোচনা
চলছিল।
গত
বৃহস্পতিবার
দুপুরে
বিএনপি
নেতা

চিকিৎসক

জেড
এম
জাহিদ
হোসেন
জানান,
বিশেষজ্ঞ
চিকিৎসকদের
পরামর্শ
অনুসারে
তাঁকে
লন্ডনে
নেওয়ার
সিদ্ধান্ত
হয়েছে।
শুক্রবার
ভোরে
কাতারের
আমিরের
দেওয়া
এয়ার
অ্যাম্বুলেন্সে
তাঁকে
লন্ডন
নেওয়া
হবে।

এর
এক
ঘণ্টা
পর
আরেক
সংবাদ
সম্মেলনে
বিএনপির
মহাসচিব
মির্জা
ফখরুল
ইসলাম
আলমগীর
এই
তথ্য
দেন।
পরে
রাতে
জানা
যায়,
কাতারের
আমিরের
এয়ার
অ্যাম্বুলেন্সে
‘কারিগরি
সমস্যা’
দেখা
দেওয়ায়
যাত্রা
বিলম্বিত
হতে
পারে।

গতকাল
সকাল
১০টার
দিকে
বিএনপির
মিডিয়া
সেল
তাদের
ভেরিফায়েড
ফেসবুক
পেজে
বিএনপির
মহাসচিবকে
উদ্ধৃত
করে
বলা
হয়,
খালেদা
জিয়ার
শারীরিক
অবস্থা
যদি
যাত্রার
জন্য
উপযুক্ত
থাকে
এবং
মেডিকেল
বোর্ড
সিদ্ধান্ত
দিলে
তাহলে
তিনি

ডিসেম্বর
লন্ডনের
উদ্দেশে
রওনা
দেবেন।

এরপর
গতকাল
জুমার
নামাজের
পর
নয়াপল্টনে
বিএনপির
কেন্দ্রীয়
কার্যালয়
সংলগ্ন
মসজিদে
দোয়া
মাহফিলের
পর
মির্জা
ফখরুল
ইসলাম
সাংবাদিকদের
বলেন,
খালেদা
জিয়াকে
সুস্থ
করে
তুলতে
চিকিৎসকেরা
প্রাণপণ
চেষ্টা
করছেন।
শনিবার
এয়ার
অ্যাম্বুলেন্স
এসে
পৌঁছালে
রোববার
(৭
ডিসেম্বর)
তাঁকে
লন্ডনে
নিয়ে
যাওয়া
সম্ভব
হবে
বলে
চিকিৎসকেরা
আশা
করছেন।

অবশ্য
গতকাল
রাতে
সংশ্লিষ্ট
একটি
সূত্র
থেকে
জানা
গেছে,
যাত্রার
সম্ভাব্য
নতুন
তারিখ
ঠিক
করা
হয়েছে

ডিসেম্বর।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আরও পেছাচ্ছে

আপডেট সময়ঃ ১২:০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

গুরুতর
অসুস্থ
বিএনপির
চেয়ারপারসন
খালেদা
জিয়াকে
উন্নত
চিকিৎসার
জন্য
বিদেশে
নেওয়ার
বিষয়ে
কয়েক
দিন
ধরেই
আলোচনা
চলছিল।
গত
বৃহস্পতিবার
দুপুরে
বিএনপি
নেতা

চিকিৎসক

জেড
এম
জাহিদ
হোসেন
জানান,
বিশেষজ্ঞ
চিকিৎসকদের
পরামর্শ
অনুসারে
তাঁকে
লন্ডনে
নেওয়ার
সিদ্ধান্ত
হয়েছে।
শুক্রবার
ভোরে
কাতারের
আমিরের
দেওয়া
এয়ার
অ্যাম্বুলেন্সে
তাঁকে
লন্ডন
নেওয়া
হবে।

এর
এক
ঘণ্টা
পর
আরেক
সংবাদ
সম্মেলনে
বিএনপির
মহাসচিব
মির্জা
ফখরুল
ইসলাম
আলমগীর
এই
তথ্য
দেন।
পরে
রাতে
জানা
যায়,
কাতারের
আমিরের
এয়ার
অ্যাম্বুলেন্সে
‘কারিগরি
সমস্যা’
দেখা
দেওয়ায়
যাত্রা
বিলম্বিত
হতে
পারে।

গতকাল
সকাল
১০টার
দিকে
বিএনপির
মিডিয়া
সেল
তাদের
ভেরিফায়েড
ফেসবুক
পেজে
বিএনপির
মহাসচিবকে
উদ্ধৃত
করে
বলা
হয়,
খালেদা
জিয়ার
শারীরিক
অবস্থা
যদি
যাত্রার
জন্য
উপযুক্ত
থাকে
এবং
মেডিকেল
বোর্ড
সিদ্ধান্ত
দিলে
তাহলে
তিনি

ডিসেম্বর
লন্ডনের
উদ্দেশে
রওনা
দেবেন।

এরপর
গতকাল
জুমার
নামাজের
পর
নয়াপল্টনে
বিএনপির
কেন্দ্রীয়
কার্যালয়
সংলগ্ন
মসজিদে
দোয়া
মাহফিলের
পর
মির্জা
ফখরুল
ইসলাম
সাংবাদিকদের
বলেন,
খালেদা
জিয়াকে
সুস্থ
করে
তুলতে
চিকিৎসকেরা
প্রাণপণ
চেষ্টা
করছেন।
শনিবার
এয়ার
অ্যাম্বুলেন্স
এসে
পৌঁছালে
রোববার
(৭
ডিসেম্বর)
তাঁকে
লন্ডনে
নিয়ে
যাওয়া
সম্ভব
হবে
বলে
চিকিৎসকেরা
আশা
করছেন।

অবশ্য
গতকাল
রাতে
সংশ্লিষ্ট
একটি
সূত্র
থেকে
জানা
গেছে,
যাত্রার
সম্ভাব্য
নতুন
তারিখ
ঠিক
করা
হয়েছে

ডিসেম্বর।