ফাওজুল
কবির
খানের
ফেসবুক
পোস্ট
থেকে
কিছু
অংশ
পড়লে
তাঁর
বক্তব্যটি
স্পষ্ট
হবে,
‘…জনপ্রতিনিধি
হওয়া
সৌভাগ্যের
বিষয়।
কিন্তু
যেমনটি
মতবিনিময়
সভায়
বলেছি,
আমি
নির্বাচনে
অংশ
নিচ্ছি
না।’
কারণগুলো
হলো
এক.
যাঁরা
রাজনীতি
করেন,
তাঁদের
লক্ষ্য
থাকে
সংসদ
সদস্য
হওয়া।
এ
জন্য
তাঁরা
ত্যাগ
স্বীকার
করেন।
সারা
জীবন
আমার
কোনো
দলীয়
রাজনীতির
সাথে
সংস্পর্শ
ছিল
না।
রাজনীতিবিদদের
বঞ্চিত
করে,
আমি
হঠাৎ
উড়ে
এসে
জুড়ে
বসতে
চাই
না।
তাই
আমি
নির্দলীয়
মানুষ
হিসাবেই
বাকি
জীবন
কাটাতে
চাই।
উপদেষ্টা
হিসাবে
আমি
নিরপেক্ষতার
শপথ
আবদ্ধ।
দুই.
আমাকে
অনুরোধ
করা
হচ্ছে।
কারণ,
উপদেষ্টা
হিসাবে
আমি
সন্দ্বীপের
জন্য
কিছু
কাজ
করেছি;
কিন্তু
এখানে
একটা
স্বার্থের
সংঘাত
আছে।
আমি
সরকারি
দায়িত্ব
পালন
করে,
ব্যক্তিগত
সুবিধা
নিতে
পারি
না।…’
প্রশ্ন
হলো,
উপদেষ্টা
হিসেবে
ফাওজুল
কবির
খান
যে
‘নিরপেক্ষতার
শপথ’
এবং
‘স্বার্থের
সংঘাতের’
কথা
বলেছেন,
সেটি
কি
মাহফুজ
আলম
ও
আসিফ
মাহমুদের
ক্ষেত্রে
প্রযোজ্য
হবে
না?
এডমিন 


















