পাকিস্তানের
তথ্যমন্ত্রী
আতাউল্লাহ
তারার
আদিয়ালা
কারাগারে
বন্দী
পাকিস্তানের
সাবেক
প্রধানমন্ত্রী
ও
তেহরিক-ই-ইনসাফের
(পিটিআই)
প্রতিষ্ঠাতা
ইমরান
খানের
সঙ্গে
সব
ধরনের
সাক্ষাৎ
সম্পূর্ণ
নিষিদ্ধ
করার
কথা
জানিয়েছেন।
তিনি
ইমরান
খানকে
‘যুদ্ধোন্মাদনায়
আচ্ছন্ন
এক
চরমপন্থী’
বলে
আখ্যা
দেন।
গত
শুক্রবার
জিও
নিউজের
‘নয়া
পাকিস্তান’
অনুষ্ঠানে
তারার
এ
কথা
বলেন।
এর
আগে
পাকিস্তানের
আন্তঃবাহিনী
জনসংযোগ
পরিদপ্তরের
(আইএসপিআর)
মহাপরিচালক
লেফটেন্যান্ট
জেনারেল
আহমেদ
শরিফ
চৌধুরী
ইমরান
খানকে
‘মানসিকভাবে
অসুস্থ
ব্যক্তি’
এবং
জাতীয়
নিরাপত্তার
জন্য
হুমকি
হিসেবে
উল্লেখ
করেন।
এর
কয়েক
ঘণ্টা
পরেই
ইমরান
খানের
সঙ্গে
অন্যদের
সাক্ষাৎ
বন্ধ
করার
বিষয়টি
নিয়ে
মন্তব্য
করেন।
তারার
বলেন,
‘আইন
ও
নির্ধারিত
বিধি
অনুসারেই
বন্দীদের
সাক্ষাৎ
অনুষ্ঠিত
হয়।
এখন
ইমরান
খানের
সঙ্গে
সব
ধরনের
সাক্ষাৎ
নিষিদ্ধ।’
কারাগারের
বাইরে
আইনশৃঙ্খলা
পরিস্থিতি
বিঘ্নিত
করার
যেকোনো
চেষ্টার
বিরুদ্ধে
দ্রুত
ও
কঠোর
ব্যবস্থা
নেওয়ার
কথাও
বলেন
তিনি।
এডমিন 


















