গভর্নর
মুজাকির
বলেন,
‘অনেক
মানুষের
মৌলিক
প্রয়োজনীয়
জিনিসের
দরকার।
আচেহের
দূরবর্তী
অনেক
এলাকা
এখনো
সাহায্যের
বাইরে
রয়ে
গেছে।’
তিনি
বলেন,
মানুষ
বন্যায়
মারা
যাচ্ছে
না,
বরং
অনাহারে
মারা
যাচ্ছে।
পরিস্থিতি
এখন
এ
রকমই।
শ্রীলঙ্কা
সরকার
জানিয়েছে,
তাদের
দেশে
নিহতের
সংখ্যা
বেড়ে
৬০৭
জনে
পৌঁছেছে।
এখনো
২১৪
জন
নিখোঁজ
রয়েছেন।
নিখোঁজ
ব্যক্তিদের
প্রায়
সবাই
মারা
গেছেন
বলে
আশঙ্কা
করা
হচ্ছে।
দেশটির
প্রেসিডেন্ট
অনূঢ়া
কুমারা
দিশানায়েকে
জাতীয়
জরুরি
অবস্থার
ঘোষণা
দিয়ে
দেশ
পুনর্গঠনের
আশাবাদ
ব্যক্ত
করেছেন।
দেশটি
বর্তমানের
এই
প্রাকৃতিক
দুর্যোগকে
সবচেয়ে
চ্যালেঞ্জিং
বলে
মন্তব্য
করেছেন
তিনি।
শ্রীলঙ্কায়
২০
লাখের
বেশি
মানুষ
অর্থাৎ
মোট
জনসংখ্যার
প্রায়
১০
শতাংশ
বন্যায়
ক্ষতির
শিকার
হয়েছেন।
দেশটির
কর্মকর্তারা
শুক্রবার
সতর্ক
করেছেন,
টানা
ভারী
বৃষ্টিতে
নতুন
করে
ভূমিধসের
ঝুঁকি
তৈরি
হতে
পারে।
এডমিন 


















