জন্মভিটা
পায়রাবন্দে
শ্রদ্ধা
নিবেদন
এদিকে
রোকেয়া
সাখাওয়াত
হোসেনের
স্মরণে
তাঁর
জন্মভিটা
পায়রাবন্দে
রোকেয়ার
স্মৃতিস্তম্ভে
ফুল
দিয়ে
শ্রদ্ধা
জানান
সর্বস্তরের
মানুষ।
আজ
বেলা
১১টার
দিকে
তাঁর
স্মৃতিস্তম্ভে
পুষ্পস্তবক
অর্পণ
করে
শ্রদ্ধা
জানান
জেলা
প্রশাসক
মোহাম্মদ
এনামুল
আহসান,
পুলিশ
সুপার
মো.
মারুশাত
হুসাইন,
বাংলা
একাডেমির
সচিব
সেলিম
রেজা,
মিঠাপুকুর
উপজেলা
নির্বাহী
কর্মকর্তা
(ইউএনও)
মো.
পারভেজ।
এ
ছাড়া
উপজেলা
মুক্তিযোদ্ধা
সংসদ,
বেগম
রোকেয়া
স্মৃতি
সংসদ,
মহিলাবিষয়ক
উপপরিচালকের
কার্যালয়,
পায়রাবন্দ
সরকারি
বেগম
রোকেয়া
স্মৃতি
কলেজ,
উপজেলা
বিএনপি,
জামায়াতে
ইসলামী,
বৈষম্যবিরোধী
ছাত্র
আন্দোলনসহ
বিভিন্ন
প্রতিষ্ঠান
ও
ব্যক্তি
শ্রদ্ধা
নিবেদন
করেন।
পরে
বেগম
রোকেয়া
স্মৃতি
ডিগ্রি
মহাবিদ্যালয়
মাঠে
বেলুন
উড়িয়ে
তিন
দিনব্যাপী
রোকেয়া
মেলার
উদ্বোধন
করেন
জেলা
প্রশাসক।
বেগম
রোকেয়া
দিবসে
রংপুর
নগরের
শালবন
ইন্দ্রারা
মোড়ের
ভাস্কর্যে
ফুল
দিয়ে
রোকেয়ার
ওপর
শ্রদ্ধা
নিবেদন
করেছে
নিপীড়ন
বিরোধী
নারীমঞ্চ।
পরে
বেগম
রোকেয়ার
সংগ্রামী
জীবনের
প্রতি
শ্রদ্ধা
জানিয়ে
এক
মিনিট
নীরবতা
পালন
করা
হয়।
এ
সময়
উপস্থিত
ছিলেন
নিপীড়ন
বিরোধী
নারীমঞ্চের
জেলা
আহ্বায়ক
বীথি
দাস
নন্দিনী,
সদস্য
সোনালী
রায়,
সুলতানা
আক্তার
প্রমুখ।
এডমিন 













