মা-মেয়েকে
হত্যার
ঘটনায়
গত
সোমবার
রাতে
মোহাম্মদপুর
থানায়
একটি
মামলা
করা
হয়।
মামলার
বাদী
আ
জ
ম
আজিজুল
ইসলাম।
তিনি
লায়লার
স্বামী
ও
নাফিসার
বাবা।
মামলায়
উল্লেখ
করা
হয়,
সোমবার
সকাল
৭টা
৫১
মিনিট
থেকে
৯টা
৩৫
মিনিটের
মধ্যে
যেকোনো
সময়
এ
হত্যাকাণ্ড
ঘটে।
তদন্তসংশ্লিষ্ট
পুলিশ
কর্মকর্তারা
বলছেন,
গত
সোমবার
এই
হত্যাকাণ্ডের
মাত্র
চার
দিন
আগে
বাসাটিতে
গৃহকর্মীর
কাজ
নেন
গ্রেপ্তার
নারী।
প্রতিদিনই
ওই
গৃহকর্মী
বোরকা
পরে
নয়তো
মুখমণ্ডল
ঢেকে
বাসাটিতে
আসা-যাওয়া
করেছিলেন।
ভবনের
সিসিটিভি
ক্যামেরার
ফুটেজে
দেখা
যায়,
ঘটনার
দিন
ওই
গৃহকর্মী
বোরকা
পরে
বাসায়
যান।
আর
বাসা
থেকে
বেরিয়ে
যাওয়ার
সময়
তাঁর
পরনে
ছিল
নিহত
নাফিসার
স্কুল
ড্রেস।
এডমিন 


















