জুলাই
সনদ
বাস্তবায়নে
গণভোট
নিয়ে
বদিউল
আলম
মজুমদার
বলেন,
‘আপনাকে
এখন
সিদ্ধান্ত
নিতে
হবে,
আপনি
রাষ্ট্র
সংস্কারের
পক্ষে
নাকি
বিপক্ষে?
মানুষ
যদি
হ্যাঁ
ভোট
দেন,
তার
অর্থ
দাঁড়াবে
তিনি
রাষ্ট্র
সংস্কারের
পক্ষে।
আর
না
ভোট
দেওয়ার
অর্থ
হবে
বিপক্ষে
অবস্থান
জানানো।’
আলোচনা
সভার
আয়োজক
রাষ্ট্র
সংস্কার
আন্দোলনকে
নির্বাচন
কমিশনের
নিবন্ধন
না
দেওয়া
নিয়ে
প্রশ্ন
তুলে
বদিউল
আলম
মজুমদার
বলেন,
‘আমি
সব
সংশ্লিষ্টদের
কাছে
গিয়েছি,
কিন্তু
কিছু
হয়নি।
এখন
আমি
আরও
প্রকাশ্যে
প্রশ্ন
তুলব
যে
কেন
হয়নি?’
সভার
সভাপতির
বক্তব্যে
রাষ্ট্র
সংস্কার
আন্দোলনের
সভাপতি
হাসনাত
কাইয়ুমও
এই
প্রসঙ্গ
তুলে
বলেন,
বিষয়টিকে
দুর্ভাগ্যজনক।
তিনি
অভিযোগ
করেন,
বর্তমান
নির্বাচন
কমিশনের
দল
নিবন্ধনের
যে
বিজ্ঞপ্তি,
সেটা
অন্তর্বর্তী
সরকারে
সংস্কার
প্রস্তাবের
সঙ্গে
মেলে
না;
বরং
এই
বিজ্ঞপ্তির
মাধ্যমে
নির্বাচন
কমিশন
আদালত
অবমাননা
করেছে।
এডমিন 













