যথাযোগ্য
মর্যাদায়
আজ
১৪
ডিসেম্বর
ঢাকা
বিশ্ববিদ্যালয়,
জাহাঙ্গীরনগর,
রাজশাহী
ও
চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসে
শহীদ
বুদ্ধিজীবী
দিবস
পালন
করা
হবে।
এ
উপলক্ষে
দিনব্যাপী
নানা
কর্মসূচি
গ্রহণ
করা
হয়েছে।
কালো
পতাকা
উত্তোলন,
স্মৃতিসৌধে
পুষ্পস্তবক
অর্পণ,
আলোচনা
সভা
ও
বিশেষ
মোনাজাতের
আয়োজন
করা
হয়েছে।
তবে
রাজশাহী
বিশ্ববিদ্যালয়ে
জুলাই
বিপ্লবের
স্মৃতিস্মারক,
গ্রাফিতি
ও
পোস্টার
প্রদর্শনীরও
আয়োজন
থাকছে।
ঢাকা
বিশ্ববিদ্যালয়
সম্প্রতি
বিশ্ববিদ্যালয়ের
নবাব
নওয়াব
আলী
চৌধুরী
সিনেট
ভবনে
উপাচার্য
নিয়াজ
আহমদ
খানের
সভাপতিত্বে
এক
সভায়
বুদ্ধিজীবী
দিবস
উপলক্ষে
নানা
কর্মসূচির
কথা
ঘোষণা
করা
হয়।
এসব
কর্মসূচির
মধ্যে
রয়েছে
সকাল
৬টা
২০মিনিটে
উপাচার্য
ভবনসহ
বিশ্ববিদ্যালয়ের
গুরুত্বপূর্ণ
ভবনসমূহে
কালো
পতাকা
উত্তোলন,
সকাল
সাড়ে
৬টায়
অপরাজেয়
বাংলার
পাদদেশে
জমায়েত,
সকাল
৬টা
৩৫
মিনিটে
উপাচার্যের
নেতৃত্বে
বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয়
মসজিদ
প্রাঙ্গণ
কবরস্থান,
জগন্নাথ
হল
প্রাঙ্গণের
স্মৃতিসৌধ
ও
বিভিন্ন
আবাসিক
এলাকার
স্মৃতিসৌধে
পুষ্পস্তবক
অর্পণ।
এরপর
মিরপুরে
শহীদ
বুদ্ধিজীবী
স্মৃতিসৌধে
ও
রায়ের
বাজার
বধ্যভূমি
স্মৃতিসৌধে
পুষ্পস্তবক
অর্পণের
উদ্দেশ্যে
যাত্রা।
বেলা
সোয়া
১১টায়
উপাচার্যের
সভাপতিত্বে
ছাত্র-শিক্ষক
কেন্দ্র
মিলনায়তনে
এক
আলোচনা
সভা
অনুষ্ঠিত
হবে।
এ
ছাড়া
বাদ
আসর
বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয়
মসজিদ
মসজিদুল
জামিয়াসহ
বিভিন্ন
হল
মসজিদ
ও
অন্যান্য
উপাসনালয়ে
শহীদ
বুদ্ধিজীবীদের
আত্মার
মাগফিরাত
ও
শান্তি
কামনায়
দোয়া
ও
প্রার্থনা
করা
হবে।
এডমিন 

















