প্রামাণ্য
আলোকচিত্র
ও
দলিলের
মাধ্যমে
মুক্তিযুদ্ধের
ইতিহাসকে
তুলে
ধরতে
ঢাকা
বিশ্ববিদ্যালয়ে
(ঢাবি)
শুরু
হয়েছে
বিশেষ
প্রদর্শনী।
‘রক্তের
দলিল’
শিরোনামে
চার
দিনব্যাপী
এ
প্রদর্শনীর
আয়োজন
করেছে
বাংলাদেশ
ছাত্র
ইউনিয়নের
ঢাকা
বিশ্ববিদ্যালয়
শাখা।
বিশ্ববিদ্যালয়ের
ছাত্র–শিক্ষক
কেন্দ্রের
(টিএসসি)
সবুজ
চত্বরে
আয়োজিত
এ
প্রদর্শনী
চলবে
১৬
ডিসেম্বর
পর্যন্ত।
আয়োজকদের
মতে,
মুক্তিযুদ্ধকে
ঘিরে
যে
বিকৃত
ও
বিভ্রান্তিকর
বয়ান
ছড়ানো
হচ্ছে,
তার
বিরুদ্ধেই
এ
উদ্যোগ।
টিএসসির
এই
আয়োজনে
মুক্তিযুদ্ধকালীন
বিভিন্ন
পত্রিকা
ও
নথিপত্র
উপস্থাপনার
মাধ্যমে
যুদ্ধাপরাধের
ইতিহাস,
গণহত্যার
সাক্ষ্য
এবং
শহীদ
বুদ্ধিজীবীদের
আত্মত্যাগের
চিত্র
তুলে
ধরা
হয়েছে।
প্রদর্শনীর
একটি
অংশে
‘গণহত্যার
সম্মতি
উৎপাদন’
শিরোনামে
জামায়াতে
ইসলামীর
তৎকালীন
মুখপত্র
দৈনিক
সংগ্রামে
প্রকাশিত
গোলাম
আযমের
কিছু
বক্তব্য
তুলে
ধরা
হয়েছে।
এর
মাধ্যমে
একাত্তরে
তাঁর
রাজনৈতিক
অবস্থান
ও
ভূমিকা
প্রামাণ্য
দলিলের
সাহায্যে
উপস্থাপন
করা
হয়েছে।
এডমিন 













