সংশোধনীতে
দেখা
যায়,
ড্যাপ
সংশোধনের
মাধ্যমে
২০
ফুট
বা
এর
বেশি
প্রশস্ত
সড়কের
পাশের
আবাসিক
ভবনের
ফ্লোর
এরিয়া
রেশিও
(এফএআর
বা
ফার)
বাড়ানো
হয়েছে।
যেমন
এত
দিন
৬
মিটার
বা
প্রায়
২০
ফুট
প্রশস্ত
সড়কের
ফার
ছিল
২
দশমিক
৭৫।
এখন
সেটি
বাড়িয়ে
৩
দশমিক
২৫
করা
হয়েছে।
এ
ছাড়া
৯
মিটার
৩০
ফুট
প্রশস্ত
সড়কের
ফার
৩
দশমিক
২৫
থেকে
বাড়িয়ে
সাড়ে
৩
করা
হয়েছে।
একইভাবে
৬৮টি
জনঘনত্ব
ব্লকের
মধ্যে
পুরান
ঢাকা,
মগবাজার,
শেওড়াপাড়া,
মোহাম্মদপুর,
আফতাবনগর-বনশ্রী,
রাজাবাজার,
শুক্রাবাদ,
পান্থপথসহ
বিভিন্ন
এলাকায়
এলাকাভিত্তিক
ফার
বাড়ানো
হয়েছে।
এতে
অভিজাত
এলাকার
সঙ্গে
এসব
এলাকার
ভবনের
আয়তন
নিয়ে
সৃষ্টি
হওয়া
বৈষম্য
কমবে।
এডমিন 













