বাংলাদেশ
মহিলা
পরিষদের
সাধারণ
সম্পাদক
মালেকা
বানু
বলেন,
নারীর
অধিকারহীনতা,
মর্যাদাহীনতা,
অসম্মান
ও
নারীকে
অবরোধে
আটকিয়ে
রাখার
যে
সামাজিক
প্রবণতা,
তার
বিরুদ্ধে
বেগম
রোকেয়া
আজীবন
চিন্তা
করে
গেছেন,
প্রতিবাদ
জানিয়ে
গেছেন,
কাজ
করে
গেছেন—কীভাবে
এই
নারীসমাজকে
মানুষের
অধিকার
ও
মর্যাদা
দেওয়া
যায়।
নারী-পুরুষের
সমতাভিত্তিক
একটি
অসাম্প্রদায়িক
যে
সমাজ,
সেই
সমাজ
গঠনের
লক্ষ্যে
এ
দেশের
নারীসমাজ
কীভাবে
চিন্তা
করবে,
তা
রোকেয়া
তাঁর
লেখনী
ও
কাজের
মধ্য
দিয়ে
প্রকাশ
করে
গেছেন
বলে
উল্লেখ
করেন
মালেকা
বানু।
তিনি
বলেন,
রোকেয়া
সুলতানার
স্বপ্ন
লিখেছেন।
সুলতানার
যে
স্বপ্ন,
সে
স্বপ্নে
তিনি
কাউকে
প্রতিপক্ষ
নয়,
তিনি
নারীকে
যোগ্য
হিসেবে
প্রমাণ
করে
সেখানে
নারীস্থানের
স্বপ্ন
দেখিয়েছেন।
এডমিন 













