যৌথ
বিবৃতিতে
আরও
বলা
হয়েছে,
গণতান্ত্রিক
রাষ্ট্রের
চতুর্থ
স্তম্ভ
হলো
সংবাদমাধ্যম।
সেই
গণমাধ্যমের
কণ্ঠ
রুদ্ধ
করতে
সহিংসতা,
ভয়ভীতি
প্রদর্শন,
হামলা
কিংবা
হেনস্তা
কোনোভাবেই
গ্রহণযোগ্য
নয়।
এ
ধরনের
কর্মকাণ্ড
গণমাধ্যমের
স্বাধীনতা,
মতপ্রকাশের
অধিকার
এবং
আইনের
শাসনের
সম্পূর্ণ
পরিপন্থী।
বিএসআরএফ
মনে
করে,
ওসমান
হাদি
একজন
দেশপ্রেমিক
জুলাই
যোদ্ধা
ছিলেন।
হাদির
মৃত্যুকে
পুঁজি
করে
যারা
গণমাধ্যমের
ওপরে
হামলা
করেছে,
তারা
হাদির
অনুসারী
নয়
এটা
স্পষ্ট।
কতিপয়
মহল
হাদির
মৃত্যুকে
ব্যবহার
করে
নিজেদের
কদর্য
চেহারা
প্রকাশ
করেছে।
এডমিন 


















