শরিফ
ওসমান
বিন
হাদির
মৃত্যুর
পর
সংবাদমাধ্যম
প্রথম
আলো,
ডেইলি
স্টার
ও
সংস্কৃতিকেন্দ্র
ছায়ানটসহ
বিভিন্ন
প্রতিষ্ঠানে
হামলা,
ভাঙচুর
ও
অগ্নিসংযোগের
ঘটনায়
নিন্দা
জানিয়েছে
বৈষম্যবিরোধী
ছাত্র
আন্দোলন।
বৈষম্যবিরোধী
ছাত্র
আন্দোলনের
দপ্তর
সম্পাদক
শাহাদাত
হোসেনের
পাঠানো
বিবৃতিতে
বলা
হয়,
জুলাই
ছাত্র-জনতার
অভ্যুত্থানোত্তর
নতুন
বাংলাদেশে
এ
ধরনের
পূর্বপরিকল্পিত
ও
ন্যাক্কারজনক
ঘটনা
অনভিপ্রেত
ও
অত্যন্ত
উদ্বেগজনক।
বৈষম্যবিরোধী
ছাত্র
আন্দোলন
এ
সকল
ন্যাক্কারজনক
ঘটনার
তীব্র
নিন্দা
ও
প্রতিবাদ
জানাচ্ছে।
বিবৃতিতে
আরও
বলা
হয়,
মনে
রাখতে
হবে,
সাধারণ
মানুষের
সাংবিধানিক
অধিকার,
বিশেষত
মতপ্রকাশের
স্বাধীনতা,
সংবাদপত্রের
স্বাধীনতা
ও
সাংস্কৃতিক
কর্মকাণ্ডের
স্বাধীনতা
একটি
গণতান্ত্রিক
রাষ্ট্রের
মৌলিক
ভিত্তি।
তাই
সংবাদমাধ্যমসহ
বিভিন্ন
সাংস্কৃতিক
প্রতিষ্ঠানের
ওপর
হামলা
এই
মতপ্রকাশ
ও
সংবাদপত্রের
স্বাধীনতার
ওপর
সরাসরি
ও
গুরুতর
আঘাত।
বৈষম্যবিরোধী
ছাত্র
আন্দোলন
মনে
করে,
প্রত্যেকটি
প্রতিষ্ঠানের
নিজস্ব
আদর্শ,
রাজনীতি
ও
চিন্তাধারা
থাকতে
পারে
এবং
তা
নিয়ে
মতভেদ
ও
সমালোচনাও
থাকতে
পারে।
কিন্তু
তা
প্রকাশ
করতে
হবে
গণতান্ত্রিক
উপায়ে,
কোনো
সহিংসতা
ও
ধ্বংসযজ্ঞের
মাধ্যমে
নয়।
এডমিন 













